বর্ডার লাইন
হাওয়ায় উড়ে গিয়ে দুটি চোখ আমার পড়ে এক গোলাপী সীমানা রেখার
উপরে । লোনা সমুদ্রে আবদ্ধ এই পৃথিবীতে এইরকম
অনেক সীমান্তরেখার
অবস্থান,শুধু তাদের রঙ ও আকার আলাদা আলাদা-
কোনটা লাল,কোনটা
সবুজ, হলুদ এমনকি সাদা-কালো ও । কোনটার সাইজ
একটু ছোট,কোনটা
একটু ওভার সাইজের । এই সমস্ত বর্ডার লাইনের
মধ্যেই ধরা আছে এক
একটি সাম্রাজ্য ও তার সাম্রাজ্ঞী । এই সমস্ত রেখাবদ্ধ
উর্বর জমিতেই আছে
ধান-ক্ষেত আর আছে তাদের আলের ধার ধরে গনগনে
বিজ্ঞাপন ।
জগৎ জুড়ে যত ডানাকাটা পাখি আছে সবাই যার যার
দেশকে পাহারা দেয়
শ্যেনদৃষ্টিতে সারাদিন আর রাত্রি হলেই নিয়ন
বাতির প্রদীপ জ্বালে
পাহাড়, নদী, সমুদ্র বরাবর সমস্ত ঘাটে ।
এই পর্যন্ত একটা স্থিতাবস্থা বা বলা ভাল আপাত
শান্তি বজায় ছিল পৃথিবী
জুড়ে – সাম্য বিগড়ালো যখন ডানাকাটা পাখিরা আর
নিজের নিজের দেশের
মধ্যে সীমাবদ্ধ না থেকে অন্য দেশের সীমানায়
আক্রমণ করতে লাগল
পেশী শক্তির আস্ফালনে। দেশগুলি ক্ষতবিক্ষত বুকে
মোচড়ায় শুধু। ডানাকাটা
পাখিদের পদদলিত ধানক্ষেতে রক্ত বয়ে যায়...
তারপরও সীমান্ত রেখা গুলি শুধু তাদের স্থিতিস্থাপক
গুণের জন্যই নিজের নিজের
দেশে ফিরে আসে; কাঁটাতারে বিদ্ধ হয়ে পড়ে
থাকে সমস্ত পৃথিবী জুড়ে । ডানাকাটা
পাখিরা একইরকম পাহারা দিয়ে যায়- লেলিহান
দৃষ্টিতে একইভাবে...
তার মধ্যেও নগণ্য কিছু ডানাওয়ালা পাখি উড়ে
বেড়ায় অসীম আকাশে- তাদের
কোন দেশ নেই,তাদের কোন সীমানা নেই,নমনীয়তা কি
তারা জানে না ।
সমস্ত পৃথিবী জুড়ে তাদের ছায়া থাকে শুধু...
পৃথিবীও তাকিয়ে থাকে সেইসব ডানাওয়ালা পাখিদের
চোখের দিকে......।
চিত্রঋণঃ পাব্লো পিকাসো
চিত্রঋণঃ পাব্লো পিকাসো
No comments:
Post a Comment
Please put your comment here about this post