রাস্তা ছাড়ো
কেন এমনি করো
রাস্তা ছাড়ো।
ট্রেন জার্নির
আটদিনের ধকল,বোঝ না কেন!
সিংগারন ব্রীজের
ওপর অন্ধকারে
পথ আগলাও।
বাড়িতে বসে আছে
সহধর্মিণী
আলো করে আমার
অপেক্ষায়
শুনলে রাগ করবে
তোমার এ কান্ড
শুনে।
বাড়িতে পৌঁছতে
হবে
মেয়ের শুশ্রূষায়
প্রথম সাইকেল
থেকে পড়ায়।
কেন পথ আগলাও
এত আলো নিয়ে!
সাইকেল ছুটিয়ে
দিগনালা গ্রাম,,,,
চপের দোকান।
হাবুলকাকার কড়াই
ভর্তি গরম তেলে
ভাসতে ভাসতে
তুমি
এ কোন ছলনায়,,
পথ আগলে?
আবার
মুচি বাঁধের জলে
কেন হাসো
সাঁতরে সাঁতরে?
পথ ছাড়ো
দোহাই তোমায়
শরীর চলে না যে!
আবার !!
দিনের বেলা এসো
এই বাথান আর
রাবনঘাটায়,
আছে পলাশবন
ফুলে ফুলে ভরা,,,,
কথা হবে,,,
তখন বুঝবে সবাই
তুমি
মাঘী পুর্ণীমার
চাঁদ ছিলে !!
চিত্রঋণঃ বিশ্বরঞ্জন ভূঁইয়া
No comments:
Post a Comment
Please put your comment here about this post