হায় বসন্ত
বসন্ত
তুমি এসেছো, ভালোই
হয়েছে
আট আনার সেলাম তোমায়,
ভাবছো অচল! পেটের খিদে আর মনের জ্বালায়
অন্য ঋতুগুলির সাম্য নীতিকে ভুলে যাওয়া।
বসন্ত তুমি এসেছো, ভালোই হয়েছে,
তোমার কাছে অন্য ঋতুগুলি বড়ই বেমানান,
শুধুই দহন যন্ত্রনা, তবুও নিয়ম করে হাসা।
বেকারত্বের তুলকালাম হল্লা,
অথচ,মুচকি হাসিতে প্রতিশ্রুতি ফিরে পাওয়া।
বসন্ত তুমি এসেছো, ভালোই হয়েছে
ফেমিনিসমের ওপর আঁতেলপনা বক্তৃতা,
মানবাধীকার কমিশনের লিখিত প্রতিবাদ।
খসড়া কমিটির রিপোর্ট গুলি তালিকাবদ্ধ হওয়া।
বসন্ত তুমি এসেছো, ভালোই হয়েছে
সাংসদ অচল, পথ অবরোধ, অগ্নিবন্যা
হার্মাদ মন গুলির অস্ত্র মাটিতে ফেলে রাখা,
ধর্মীয় ভেদাভেদ ভুলে দিকে দিকে ঐকতান।
সমস্ত প্রতিবাদী চেহারাগুলি নিকোটিনে ঠাসা।
বসন্ত তুমি এসেছ, ভালোই হয়েছে
অসংগঠিত শ্রমিকদের সংগঠিত করা,
ইউনিয়ন অফিসের গোল টেবিলে,
তোমাকে নিয়ে গানের লড়াই খেলা ।
এরিস্টোক্রেসি-বিউরোক্রেসির দ্বন্দ্ব ভুলে থাকা,
মুদ্রাস্ফীতির তুল্যমূল্য হিসেব নিয়ে,
পথ নাটক শিল্পিদের কালোপোষাকে চরকা কাটা।
বসন্ত তুমি এসেছ, ভালোই হয়েছে
নিষিদ্ধ শিশু শ্রমিকদের বস্তাবোঝাই আবির বেচা
পলাশের ডালি হাতে অপরূপাদের ফেরি করা,
কথায় - কলমে তোমাকে ঘিরে উল্লাস,
কোথাও আবার রাবীন্দ্রিক চেতনা।
মাদকাসক্ত হাওয়া। সমস্ত ভালোবাসা-বাসি- হৃদয়গুলির একসাথে পথ চলা।
ঋতুরাজ তুমি ফিরেছো -
সীমন্তনীর সিঁথি, আজ অযোধ্যা কান্ডের ধাঁধা।
আট আনার সেলাম তোমায়,
ভাবছো অচল! পেটের খিদে আর মনের জ্বালায়
অন্য ঋতুগুলির সাম্য নীতিকে ভুলে যাওয়া।
বসন্ত তুমি এসেছো, ভালোই হয়েছে,
তোমার কাছে অন্য ঋতুগুলি বড়ই বেমানান,
শুধুই দহন যন্ত্রনা, তবুও নিয়ম করে হাসা।
বেকারত্বের তুলকালাম হল্লা,
অথচ,মুচকি হাসিতে প্রতিশ্রুতি ফিরে পাওয়া।
বসন্ত তুমি এসেছো, ভালোই হয়েছে
ফেমিনিসমের ওপর আঁতেলপনা বক্তৃতা,
মানবাধীকার কমিশনের লিখিত প্রতিবাদ।
খসড়া কমিটির রিপোর্ট গুলি তালিকাবদ্ধ হওয়া।
বসন্ত তুমি এসেছো, ভালোই হয়েছে
সাংসদ অচল, পথ অবরোধ, অগ্নিবন্যা
হার্মাদ মন গুলির অস্ত্র মাটিতে ফেলে রাখা,
ধর্মীয় ভেদাভেদ ভুলে দিকে দিকে ঐকতান।
সমস্ত প্রতিবাদী চেহারাগুলি নিকোটিনে ঠাসা।
বসন্ত তুমি এসেছ, ভালোই হয়েছে
অসংগঠিত শ্রমিকদের সংগঠিত করা,
ইউনিয়ন অফিসের গোল টেবিলে,
তোমাকে নিয়ে গানের লড়াই খেলা ।
এরিস্টোক্রেসি-বিউরোক্রেসির দ্বন্দ্ব ভুলে থাকা,
মুদ্রাস্ফীতির তুল্যমূল্য হিসেব নিয়ে,
পথ নাটক শিল্পিদের কালোপোষাকে চরকা কাটা।
বসন্ত তুমি এসেছ, ভালোই হয়েছে
নিষিদ্ধ শিশু শ্রমিকদের বস্তাবোঝাই আবির বেচা
পলাশের ডালি হাতে অপরূপাদের ফেরি করা,
কথায় - কলমে তোমাকে ঘিরে উল্লাস,
কোথাও আবার রাবীন্দ্রিক চেতনা।
মাদকাসক্ত হাওয়া। সমস্ত ভালোবাসা-বাসি- হৃদয়গুলির একসাথে পথ চলা।
ঋতুরাজ তুমি ফিরেছো -
সীমন্তনীর সিঁথি, আজ অযোধ্যা কান্ডের ধাঁধা।
জয়ন্ত
শিলিগুড়ি।
No comments:
Post a Comment
Please put your comment here about this post