কাশ্মীর
তোমার আকাশ ভোর হয় আজ
বারুদ্গন্ধ নিয়ে,
ত্রস্ত বাতাস ঘুরে ঘুরে ফেরে
সন্ত্রাসি গলি বেয়ে।
তোমার নদী তোমার পাহাড়
ভুলে গেছে সব ভাষা,
নির্বাক তারা দাঁড়িয়ে গোনে
বুলেটের যাওয়া আসা।
তোমার হ্রদে আসেনা তো আর
পরিযায়ী পাখি যত,
তোমাকে চেয়ে করছে ওরা
তোমাকেই বিক্ষত।
তবু মনে আছে দৃপ্ত প্রত্যয়
কাটবে বিষ-বাদল,
অনতিদূরেই থেমে যাবে এই
মৃত্যুর কোলাহল।
চিনারের পাতা উঠবে কেঁপে
জীবনের স্পন্দনে,
সরোবর হবে শিকারা মুখর
আবার পর্যটনে ।
আলোক চিত্র ঋণ ঃ শিবু মণ্ডল
Fantastic. Hope your prediction becomes true soon
ReplyDelete