হাতুড়ী ঘা দিয়ে যায় বারে বারে শরীরে
এ যেন এক অভিশাপ- কার কোপ কার ঘাড়ে পড়ে ।
যান্ত্রিক ছলনাময় পৃথিবীর বিশ্বাসঘাতকতা
আমার ভাইয়ের মনে ছড়িয়ে দেয় নাশকতা ।
সে যে দস্তানায় ঢেকে রাখে হৃদয়ের ক্ষত
ঘৃণা চোখে পাশ কেটে চলে যায় পড়শি যত ।
চলকে ওঠে রক্তের চোরা-স্রোত গোপন মন্থনে
ঝলকে ওঠে শিরা-উপশিরা তুষ-আগুনে ।
আগুনেই পোড়া নয়, দহনেই শেষ হয় না ক্ষত
হলে তো বেশ হত, কাঁচা সোনা পাকা হত ।
পোড়া-কালো-গন্ধ ধোঁয়া আজ আকাশ ছুতে চায়
দিনের আলো রাতের অন্ধকার দিকে ছুটে যায় ।
দেখ, পৃথিবী কেমন ছুটে চলে অভ্যাসে ।
দেখো, কক্ষপথের কেন্দ্রে একটি সুর্যও ভাসে !
চিত্রঋণ ঃ Christi Iynn Schwartzkopf.
No comments:
Post a Comment
Please put your comment here about this post