শান্তির খোঁজে
বহু বছর ধরে ঘুরে বেড়ালাম
অশান্তি মাথায় করে শান্তির খোঁজে।
কখনো দুর্গম গিরি, ধু ধু মরু-প্রান্তর,
রুপালী নদীর চর,
কখনো বা সবুজ শ্যামলী বন-প্রান্তর।
কোথায় আছে শান্তি?
পেলাম না তো খুঁজে !
সংসার,সন্তান মনে পড়েছে বারবার,
কখনো ক্ষুধার কাছে মেনেছি হার।
তবে কোথা যাই?
কোথা গেলে শান্তি পাই?
উত্তর না খুঁজে পেয়ে অবশেষে ঘরমুখো।
হেরে যাওয়া যোদ্ধার মতো
ক্লান্ত শ্রান্ত আমি
উঠানের অশ্বত্থ ছায়ায় নিলাম ঠাঁই।
সন্তানের আলিঙ্গনে ভরে এলো চোখ।
কোলের ওপরে পড়লো একটি অশ্বত্থ পাতা,
দেখি ভেসে ওঠে শান্তিদূতের মুখ!
মন আমার প্রশ্ন করে...
“বল কোন দেশে এতো শান্তি, এতো সুখ”?
চিত্র অঙ্কনঃ অর্পিতা চ্যাটার্জ্জি
Darun, khub sundor.
ReplyDeleteDarun, khub sundor.
ReplyDelete