দোল
অসময়ের বৃষ্টি
বসন্তের আগুনে
দিল জল
তবু ও রোদ উঠেছে
দোলের দিন।
তোমার বাড়ির
ছাদখানায়
জমে আছে জল
এখনো।
শুকনো পাতা
সরানোর নেই কেউ
বাগান খানায়
আগাছা দিচ্ছে উঁকি
এলোমেলো এখান
সেখান।
তবু আজ দোল।
চুপিসারে দরজা
ঠেলে
তোমার চিলে
কোঠার ঘরে,
পৌঁছে যাই তোমায়
রাঙাবো বলে।
যেখানে নেই কেউ।
আছি শুধু আমি
একা।
আমার হৃদয় নিংড়ে
ছড়িয়ে দিই আবির
নিঃশব্দে চোখের
জলে,
তোমার দোহার আর
আলখাল্লার ওপর,,,,।
উৎসর্গ:প্রয়াত
লোকশিল্পী কালীকাপ্রসাদ চরণে
চিত্র ঋণঃ independent.co.uk
No comments:
Post a Comment
Please put your comment here about this post