হারানো(বৈশাখী)সুখ
চৈত্রের শেষে চাঁদি পোড়া গরম
সুজ্জ্যি মামার হাতে ছড়ি,
ছট-ফট প্রান ঘামে হাঁসফাঁস
ঋতু রাজের সাথে আড়ি;
পয়লা বোশেখ, হাল খাতা পুজো
নেমন্তন্নের ছড়া ছড়ি,
হাঁফ ছাড়ে প্রান আকুল নয়ান
ভরসা শুধু কমলা ভোগ , মিঠে দই আর দরবেশের হাঁড়ি,
আরও আছে ভাই, শিশু আম আর
চিংড়ি , ইলিশ নিয়ে মারামারি
ডিজাইনার বর্ষবরণ
ভাপা ইলিশ আর চিংড়ির মালাইকারি।
হা হতোস্মি, অভাগা আমি পেটের দায়ে
বিদেশে দিয়েছি পাড়ি-
তোমরা সবাই লেখ কবিতা
আর আমি শুধু গুগল এ দর্শনে অর্ধ ভোজন করি।
বিধি সম্মত সতর্কীকরণ ঃমধুমেহ রোগাক্রান্তরা সাবধান
১৪/০৪/২০১৭
চিত্র ঋণঃ dgreetings.com
কোলাজ ঃ লেখক
Swarup, darun
ReplyDeleteDhannyabaad Dada
Deletethank you Dada
Delete