হে বসন্ত
ঋতুরাজ হে বসন্ত
তুমি প্রকৃতিকে
করে তোল
অপরূপ,
সাজিয়ে তোল
পলাশ শিমুল
কৃষ্ণচূড়ার
লাল রঙে।
মৃদু মন্থর
দখিনা হাওয়ায়
দোলা লাগে উচাটন
মনে
পাতাঝরা গাছতলা
দিয়ে
কোন এক আদিবাসী
তরুণী
নূপুরের ঝংকার
তুলে
চলে যায় দূরে, নিরুদ্দেশে।
ঠিক তখন ইচ্ছে হয়
তোমাকে ভালবাসতে
সুপ্ত বাসনায় মন
ভিজিয়ে
তোমায় কাছে পেতে
ইচ্ছে হয়।
সেই অদম্য
ইচ্ছেকে
বুকে নিয়ে
তোমায় ভালবাসি
হে বসন্ত।
আবীরের লাল রঙে
নিজেকে মিশিয়ে
রেঙে উঠি নতুন
কোন রঙে।
সে রঙে মিলে যায়
পাখির কলতান,
আমার সঙ্গীত,
আর সব একাকার
হয়ে যায়।
হে বসন্ত,
এই রঙ, এই সঙ্গীত
সব মিশে যাক,
আমি অপেক্ষায়
থাকি
পথ চেয়ে।
চিত্রঋণঃ ধনঞ্জয় মুখার্জি
No comments:
Post a Comment
Please put your comment here about this post