শূণ্য তোমার ভবিষ্যৎ..
বঞ্চিত হই রোজনামচায়
বঞ্চনা কে ভয় করিনে,
মরতে মরতে বাঁচছি রোজ
মারছ তবু আর মরিনে।
বঞ্চনা কে ভয় করিনে,
মরতে মরতে বাঁচছি রোজ
মারছ তবু আর মরিনে।
নিয়ম করে মারছ ঠেলা
আগুন জ্বালার ফন্দী,
কফিন দাও বা জ্বালাও চিতা
মাটির ঘরেই বন্দী।
আগুন জ্বালার ফন্দী,
কফিন দাও বা জ্বালাও চিতা
মাটির ঘরেই বন্দী।
সাম্প্রদায়িক শৌর্য শপথ
আলগা ধর্ম বালির ঘর,
জলের তোড়ে ভাঙছে উঠোন
মৃত্তিকা যে অনুর্বর।
আলগা ধর্ম বালির ঘর,
জলের তোড়ে ভাঙছে উঠোন
মৃত্তিকা যে অনুর্বর।
অসহিষ্ণু মিথ্যাচারে
নিরপেক্ষ লেবেল আঁটা
ভাবছ তুমি জমছে ধন?
লাভের ঘরে চরম ঘাটা।
নিরপেক্ষ লেবেল আঁটা
ভাবছ তুমি জমছে ধন?
লাভের ঘরে চরম ঘাটা।
ধর্ম জানি ধারণ করে
তাকেই নাকি করবে বহন?
বোঝা হয়ে ভাঙবে কোমর
কুশপুতুলে তোমার দহন।
তাকেই নাকি করবে বহন?
বোঝা হয়ে ভাঙবে কোমর
কুশপুতুলে তোমার দহন।
রাজার নীতি কূটকচালি
ধর্ম টেনে আগুন দিস্?
যতই ছড়াস সংক্রমন
নিজের ঘরেও জমছে বিষ।
ধর্ম টেনে আগুন দিস্?
যতই ছড়াস সংক্রমন
নিজের ঘরেও জমছে বিষ।
মহেশ্বর আর মহম্মদ,
সিংহাসনে পাশাপাশি,
তোদের ঘরেই ঘেন্না শুধু-
আসন ধরার ঠাসাঠাসি।
সিংহাসনে পাশাপাশি,
তোদের ঘরেই ঘেন্না শুধু-
আসন ধরার ঠাসাঠাসি।
আর কতদিন অহংকারে
বিভাজনের টানবে রথ?
ফাঁপা গর্বের মাপা কথায়
শূণ্য তোমার ভবিষ্যৎ।।
বিভাজনের টানবে রথ?
ফাঁপা গর্বের মাপা কথায়
শূণ্য তোমার ভবিষ্যৎ।।
চিত্রঋণঃRT.com
No comments:
Post a Comment
Please put your comment here about this post