This is a multimedia blog,the poet has recited herself. Click on the video tab to watch
পরিপূরক
তুমি শুক, আমি সারী;
কাল ভাব, আজ আড়ি;
তুমি সুখ, আমি ব্যথা
রাত্তির ভর কথা।
তুমি চোখ, আমি দৃষ্টি;
তুমি মেঘ ,আমি বৃষ্টি;
তুমি সমুদ্র, আমি ভেলা
আজানার পথে চলা।
তুমি আফ্রিকা, আমি মরুভূমি;
তুমি বৃক্ষ, আমি ভূমি;
আমার মন জুড়ে শুধু তুমি।
আমি রাত, তুমি দিন
আমার প্রেমে লীন।
আমি চাঁদ , তুমি সূর্য ;
আমি চঞ্চল, তুমি ধৈর্য ।
আমি বই, তুমি গল্প;
আমি কবি, তুমি কল্প;
তুমি শরীর, আমি আত্মা
এই’ত প্রেমের সত্বা।
Darun
ReplyDelete