অলীক পাতার অন্যান্য সংখ্যা- পড়তে হলে ক্লিক করুন Library ট্যাব টি



। । "অলীক পাতা শারদ সংখ্যা ১৪৩১ আসছে এই মহালয়াতে। । লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ ই আগস্ট রাত ১২ টা ।.."বিশদে জানতে ক্লিক করুন " Notice Board ট্যাব টিতে"

Friday, June 30, 2017

স্বরূপ চক্রবর্তী

নক্ষত্র পতন






(উৎসর্গ -  জীবন থেকে হারিয়ে যাওয়া  নক্ষত্র কে )


মন খারাপের অন্ধকারে ঢাকা
রাতের ছায়াপথ,
হঠাৎ গভীর অন্ধকার ফুঁড়ে
এক পলকের মহাজাগতিক  ঝলকানি,
ছায়াপথের অসমাপ্ত যাত্রায়-
মূহুর্তে পুড়ে ছাই তোমার অস্তিত্ব,
কন্ঠনালী পেঁচিয়ে বেদনার দলা।

তুমি সূর্য্য নও,
তোমার ফোটন কণা
নীলগ্রহে প্রাণ সঞ্চার করে না ,
এ গ্রহের অনাহুত অতিথি তুমি
তার সুরক্ষা বলয়ের বলি ।
শুধু এক কণা গলন্ত লাভায়
বুকের পাঁজরে  দগদগে তোমার ছাপ।

ছায়া পথের সুদূর প্রান্তে নিতান্তই
অকিঞ্চিৎকর , নিষ্প্রভ:  ছিল তোমার অস্তিত্ব
তথাপি আমার জীবনের ধ্রুব তারা
জীবনের পথ আলোকিত করার মত যথেষ্ট
শুনেছি  "বিদায়ী নক্ষত্র  তার কথা রাখে"
তা হ'লে কথা দাও -
পরের বার নক্ষত্র নয়, সুর্য্য হবে।


চিত্র ঋণ ঃ গুগল ইমেজ গ্যালারি



No comments:

Post a Comment

Please put your comment here about this post

Main Menu Bar



অলীকপাতার শারদ সংখ্যা ১৪২৯ প্রকাশিত, পড়তে ক্লিক করুন "Current Issue" ট্যাব টিতে , সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা

Signature Video



অলীকপাতার সংখ্যা পড়ার জন্য ক্লিক করুন 'Current Issue' Tab এ, পুরাতন সংখ্যা পড়ার জন্য 'লাইব্রেরী' ট্যাব ক্লিক করুন। লেখা পাঠান aleekpata@gmail.com এই ঠিকানায়, অকারণেও প্রশ্ন করতে পারেন responsealeekpata@gmail.com এই ঠিকানায় অথবা আমাদের ফেসবুক গ্রুপে।

অলীক পাতায় লেখা পাঠান