পারলে ফিরে এসো!
আমি ভয় পাইনা, এমন কথা নয়,
তাকে হারিয়ে কষ্ট যে উধাও, এমনটাও নয়,
কেন?-- তবে গল্পটা শোনো,
মোহনায় খসেছে আমার প্রিয়তমার চাঁদমুখটি,
এই অভিমানি
নৌকায়, রঙিন রামধনুখানি, সাদায়কালো
মোহনায়
চুমুতিরে বিদ্ধ
করেছিল আমায়,
সাগরের তীরে যে
ঢেউ ছুটেছিল
ভীষণ অস্থির গতিতে,
কোনও ক্ষুধার্ত
কোকিল গভীর রাগে যেন,
ভেঙে ফেলেছিল
বীণার সব তার,
আশ্চর্য পাঁচিলে
তার মুখটি ছিল আঁটকে,
তোমায় বাসস্টপে কিছুক্ষন দেখতে পেলেও,
তোমায় স্বপ্নে
দেখি আমি বহুক্ষন,
বলেছিল অভিমানি
ইর্ষায় ইয়াস........!!!
আমার প্রিয়তমা!
পাখির পালকখানি তোমার অভিমানি পিঠপথে যখন
ছুটিয়েছিলাম ক্রমাগত,
শরীরে লোমগুলি পারস্পরিক শ্রদ্ধায় আহত
হয়েছিল,
অবশ্য ভেজা বিড়াল প্রমান করতে আমায় ছাড়োনি,
কেন জানো?-ভদ্রতাহীন
গল্পের পাঠক আমি তো নিজেই
আচ্ছা প্রিয়তমা, স্বপ্নবাসরে
ভেসেছ কখনও?
না অন্ধকারে স্বপ্নের ভয়ে বাল্বটি জালিয়ে
রাখ !
আমি তো আগুনের
জলে নেমেছি বহুবার
তোমায় না জানিয়ে!
দেখতে চাও কী এমন স্বপ্ন
যা তুমি এর আগে
কখনও দেখনি,
আমার ঐ হারানো
আংটির কথা মনে পড়ে?
ওহহ, ভুলেই গেছিলাম, তুমি তো অন্য
গ্রহের সদ্য চন্দ্র,
আমার স্বপ্নের গুরুতর মুহুর্তে ,আজও আমি একা।
পোশাকের ভিতরে
লুকানো নগ্নশরীরের মত লজ্জাহীন
আমি!!
পার্থক্য শুধু একটাই, তুমি ছুটেছ
সুখের পিছনে
আর আমি জয়ের!
আমি জয়ী হতে চাই
আমি জানি তুমি
তার অপেক্ষায় রয়েছ!
ভুলে রয়েছি তোমায়, তবুও তুমি রাতের
স্বপ্নে বহুক্ষন,
শুধু পারলে ফিরে
এসো!!!!
চিত্রঋণ- pinterest.com
No comments:
Post a Comment
Please put your comment here about this post