আমি নিজেকে লুকিয়ে ফেলেছি
নিজের মধ্যে নিজেকে আমি
সযত্নে তুলে রেখেছি ।
যাকে দেখে তুমি আপ্লুত
সে কে ? আমি ? না কায়া ?
যেখানে যেমন চেয়েছ আমায়
বিলিয়ে দিয়েছি ছায়া।
আমি আমার আমিকে
লুকিয়ে দিয়েছি হারিয়ে যাবার ভয়ে,
কখনো দৃঢ়, কখনো বিদীর্ণ
চলেছি নিজের লয়ে ।
সৃষ্টির বুকে আছড়ে পড়ব-
মুক্ত করব আমাকে ,
কাজ শেষ হ’লে মুক্তি পাব-
সৃষ্টির বুকে আছড়ে পড়ব-
বিলীন হ’ব তোমাতে ।
চিত্র ঋণ ঃ Google Images
No comments:
Post a Comment
Please put your comment here about this post