অলীক পাতার অন্যান্য সংখ্যা- পড়তে হলে ক্লিক করুন Library ট্যাব টি



। । "অলীক পাতা শারদ সংখ্যা ১৪৩১ আসছে এই মহালয়াতে। । লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ ই আগস্ট রাত ১২ টা ।.."বিশদে জানতে ক্লিক করুন " Notice Board ট্যাব টিতে"

Saturday, July 29, 2017

শিবু

       বিষন্ন নাট্যশালায় আমি একা দর্শক




বিষন্ন নাট্যশালায় আমি একাই দর্শক । আমার চারপাশে
কলাকুশলীরা নানারকম অনুভূতির তরঙ্গ নিয়ে খেলা করে ।
আমি নীরব দর্শক দেখে যাই – তরঙ্গের কোন স্পর্শ ছোঁয় না
অথচ তরঙ্গের ওপারে নাটক শেষে সেইসব কলাকুশলীরা
আমায় ধাওয়া করে । ঘরে ফিরে এলে রাতে তারা আমার
বিছানা পেতে দেয় অথচ ঘুম আমায় স্পর্শ করে না । বেঁচে
থাকার যখন কোন উৎসাহ খুঁজে পাই না তখন তারাই আমায়
নতুন করে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলে- দেখ আমরাও বেঁচে আছি ,
আমাদেরও কোন ভালোলাগা নেই,আমাদেরও কোন বাঁচার
উৎসাহ নেই – তবুও বেঁচে আছি তুমি পারবে আমাদের মতো
বেঁচে থাকতে ? আমাদের মত নাটকের দর্শক না হয়ে শুধুমাত্র
অভিনয় করে যেতে সারাজীবন ? – যদি পার তবে উঠে এস মঞ্চে !                        

   
বেলুনওয়ালা  



                                      
দুপায়ে বাঁধা সাইকেলের প্যাডেল চলছে বেলুনওয়ালা
সঙ্গে ভরা হাওয়ার ভান্ড আর
কাঁধে নিয়ে রঙবেরঙ বেলুনের ঝোলা
পিছন পিছন ছুটে চলে ভীড় শিশুদের লোভে তার ।
একটা একটা বেলুন হাওয়ায় ভরে সঁপে দেয় শিশুদের হাতে
বেলুনওয়ালার সাইকেল এগিয়ে চলে আপন খেয়ালে
চলে যায় গ্রাম-গঞ্জ পেরিয়ে মফস্বল ছাড়িয়ে শহরের অন্তরালে
যত এগোয় ভীড় তত বাড়ে শিশুরাও বড় হয় হাওয়া বেলুনের সাথে
স্থান বদলায় সময় বদলায়, বদলায় শিশুদের চোখ
পালাবদলে হাওয়াবদলে বেলুনের আকার আর রঙও  বদলায়
বদলের এই সাপেক্ষতায় একই থেকে যায়

শুধু বেলুনওয়ালার মুচকি মুচকি মুখ ।   



চিত্র ঋণঃ Google.com








No comments:

Post a Comment

Please put your comment here about this post

Main Menu Bar



অলীকপাতার শারদ সংখ্যা ১৪২৯ প্রকাশিত, পড়তে ক্লিক করুন "Current Issue" ট্যাব টিতে , সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা

Signature Video



অলীকপাতার সংখ্যা পড়ার জন্য ক্লিক করুন 'Current Issue' Tab এ, পুরাতন সংখ্যা পড়ার জন্য 'লাইব্রেরী' ট্যাব ক্লিক করুন। লেখা পাঠান aleekpata@gmail.com এই ঠিকানায়, অকারণেও প্রশ্ন করতে পারেন responsealeekpata@gmail.com এই ঠিকানায় অথবা আমাদের ফেসবুক গ্রুপে।

অলীক পাতায় লেখা পাঠান