শিল্পীর উল্লাস......
ঝিরঝিরে বৃষ্টি,
অপূর্ব সব শৈল্পিক সৃষ্টি।
খিচুরি, ইলিশ – ভাজা,
বাহারি ভোজনের মজা।
বৃষ্টির প্রকারভেদ-এ
ভোজনের আয়োজন,
উৎসব বিনা উৎসাহিত প্রয়োজন।
উৎসবের হাহাকার,
নিম ভাত অনাহার।
প্রকৃতির উল্লাস,
সভ্যতার সৌন্দর্যায়নের ছারখার।
চারিদিকে হাহাকার,
হতাশার উৎসব
শক্তির – ক্ষমতার,
শক্তির – ক্ষমতার,
নেয়া – দেয়ার উৎসব।
সৌন্দর্যায়নে প্রলেপ যত,
ঢেকে থাকে ক্ষত
তত,
প্রলেপেতে ভালো রাখা,
ভিতর ফাঁপা ভিত কাঁপা।
গঠনমূলক সূত্রতায়,
উপহাস – উপকার,
এভাবেই পেতে চায়,
আরও ত্রান,
আরও মান ।
চাই আরও প্রান,
পেতে আরও ত্রান
এভাবেই পাওয়া,
আরও পেতে চাওয়া।
No comments:
Post a Comment
Please put your comment here about this post