অজানা নদীটি
চিত্রঋণঃwww.artmajeur.com
|
আমি প্রেমে পড়েছি বারবার তোর,
জানতে দিইনি কাউকেও, কিচ্ছুটি
তোর
স্মৃতি চর হয়ে জেগে ওঠে
তবু তা জানতে পায়নি নদীটি।
শব্দে-রুপকে সাজিয়েছি তোকে
মুখ ফুটে বলতে পারিনি বলে
যন্ত্রণা প্রতিবাদী প্রতিপলে
তবুও আগলে রেখেছি বুকে।
মেতেছি রঙ্গিলা স্বপ্ন নিয়ে
তোকে ঘিরে বুনেছি মহাজাল
সুখ-দুঃখ বুনে চলি মাকুতে
বুকজলে ডুবে খুঁজি তোর অন্তরাল।
একপাশে তুই থাক অন্যপাশে আমিটি
মাঝখানে বয়ে যাক অজানা সেই নদীটি।
No comments:
Post a Comment
Please put your comment here about this post