ব্যর্থ হতে হয়
Picture Courtesy: Google Images |
এখন আমাকে কদর করেনা কেউ।
তবে দেখেছে অনেকে আমায়,
এই ভাঙা পাঁচিলের উপর কত কষ্ট আমার।
তবু রয়েছি এত দিন বেঁচে ।
হেথা জল নাই।
ছিল কিছুদিন, একটু খানি জল।
যেদিন আমায় উড়িয়ে নিয়ে এসেছিল একটি ঝড়,
সেদিন বৃষ্টি হয়েছিল।
খানিকটা তারিই জল ধরেছিল আমার আশ্রয় দাতা।
এখন আর নেই সেই জল।।
তবে দেখেছে অনেকে আমায়,
এই ভাঙা পাঁচিলের উপর কত কষ্ট আমার।
তবু রয়েছি এত দিন বেঁচে ।
হেথা জল নাই।
ছিল কিছুদিন, একটু খানি জল।
যেদিন আমায় উড়িয়ে নিয়ে এসেছিল একটি ঝড়,
সেদিন বৃষ্টি হয়েছিল।
খানিকটা তারিই জল ধরেছিল আমার আশ্রয় দাতা।
এখন আর নেই সেই জল।।
দেখি মালিটা এসে রোজ জল দেয়
ফুলগাছ গুলোকে।
ওদের ততটা দরকার নেই তবুও।
ওরা রয়েছে মাটিতে।
ইচ্ছে মত সেই জল মাটির থেকে শুষে নিতে পারবে ওরা।
যে জল মাটি সেই দিন প্রান ভরে ধরেছিল;
ওদের ততটা দরকার নেই তবুও।
ওরা রয়েছে মাটিতে।
ইচ্ছে মত সেই জল মাটির থেকে শুষে নিতে পারবে ওরা।
যে জল মাটি সেই দিন প্রান ভরে ধরেছিল;
মানুষ কি নিষ্ঠুর মালিটা রোজ
আমার কষ্ট দেখে,
ঐ গাছগুলোকে দিয়ে অবশিষ্টাংশ ফেলে দেয়।
তবুও কোনদিন মনেহয়না একটুখানি দিই।
অথচ পাশেই রয়েছি আমি।
হয়তো ভেবেছে আমি একটা অপুষ্পক জীব।
আমার রূপ নেই ঠিকই।
কিন্তু গুন থাকতেও তো পারে;
আমারও সৌন্দর্য আসে ।
কিন্তু এই কথাটাই কাউকে বোঝাতে পারছি না।
তবে সেই দিন ওরা যত্ন করবে।
যেদিন আমি ফোটাতে পারবো ফুল;
হয়ত সেইদিন জায়গা করে দেবে থাকার জন্য ।
তখন আমাকে নিয়ে কত মাতামাতি করবে সকলে।।
ঐ গাছগুলোকে দিয়ে অবশিষ্টাংশ ফেলে দেয়।
তবুও কোনদিন মনেহয়না একটুখানি দিই।
অথচ পাশেই রয়েছি আমি।
হয়তো ভেবেছে আমি একটা অপুষ্পক জীব।
আমার রূপ নেই ঠিকই।
কিন্তু গুন থাকতেও তো পারে;
আমারও সৌন্দর্য আসে ।
কিন্তু এই কথাটাই কাউকে বোঝাতে পারছি না।
তবে সেই দিন ওরা যত্ন করবে।
যেদিন আমি ফোটাতে পারবো ফুল;
হয়ত সেইদিন জায়গা করে দেবে থাকার জন্য ।
তখন আমাকে নিয়ে কত মাতামাতি করবে সকলে।।
আসছে শরৎ শীতের আগেই ফুটবে আমার
কুঁড়ি ।
হয়তবা থাকা হবেনা এই সুন্দর পৃথিবীতে।
সব আশা, আকাঙ্ক্ষা, ব্যর্থ হবে আমার।
ঐ যে শাখা, প্রশাখা গুলো, কেমন যেন অবশ হয়ে আসছে।
আশা পুরিল না আর।
ওরা দিলনা জল।
পারলামনা ফোটাতে কুঁড়ি ।
বিদায় নেবার সময় এসেছে এবার।
হয়তবা পরজনমে দেখা হবে মালীর সঙ্গে ।
হে মাতৃভূমি আমি দুঃখীত।
এবার আমায় বিদায় দাও।।
হয়তবা থাকা হবেনা এই সুন্দর পৃথিবীতে।
সব আশা, আকাঙ্ক্ষা, ব্যর্থ হবে আমার।
ঐ যে শাখা, প্রশাখা গুলো, কেমন যেন অবশ হয়ে আসছে।
আশা পুরিল না আর।
ওরা দিলনা জল।
পারলামনা ফোটাতে কুঁড়ি ।
বিদায় নেবার সময় এসেছে এবার।
হয়তবা পরজনমে দেখা হবে মালীর সঙ্গে ।
হে মাতৃভূমি আমি দুঃখীত।
এবার আমায় বিদায় দাও।।
No comments:
Post a Comment
Please put your comment here about this post