আগমনী
বানভাসি ধু ধু প্রান্তরে
জেগে থাকা মাটির রং আজ ধূসর,
ত্রাণের ত্রিপল ঢাকা ভূখন্ড
ওড়ায় নিশান, ধাতব ত্রাণ বাহীর
উড়ন্ত দৃষ্টি তে পড়ার আপ্রাণ চেষ্টায়।
জেগে থাকা মাটির রং আজ ধূসর,
ত্রাণের ত্রিপল ঢাকা ভূখন্ড
ওড়ায় নিশান, ধাতব ত্রাণ বাহীর
উড়ন্ত দৃষ্টি তে পড়ার আপ্রাণ চেষ্টায়।
উমা, মা ,তুই আসছিস তো?
তোর বাপের বাড়িতে আজ
বড়ই অনটন, অভাব।
তোর বাপের বাড়িতে আজ
বড়ই অনটন, অভাব।
কাদামাখা দ্বীপে সামান্য স্থানে
আমাদের দিন গুজরান,
আমাদের দিন গুজরান,
কিন্তু তবুও আসিস কিন্ত বাছা,
শত অভাবেও তোর জন্য
একটুকরো কাশফুলে ভরা জমি
ছেড়ে রেখেছি।
একটুকরো কাশফুলে ভরা জমি
ছেড়ে রেখেছি।
সামান্য এই অর্ঘ্য স্বীকার করিস
মা…………|
Darun..
ReplyDeleteThanks a ton
Deleteখুব সুন্দর পংক্তি - - শত অভাবেও তোর জন্য
ReplyDeleteএকটুকরো কাশফুলে ভরা জমি
ছেড়ে রেখেছি।
একটা ব্যক্তিগত মতামত - "বানভাসি" আর "ধু ধু প্রান্তর" কোথায় যেন একটা বৈপরীত্যের ছবি আঁকে মনে। "জলপ্রান্তর" গোছের কিছু শব্দ ব্যবহার করা যায় কি?
Thank you so much for your reaction, Your suggestion is well taken.
Delete