২২ শে শ্রাবন-রবীন্দ্র বিজয়দিবস
Collage : Swarup Chakraborty, Source Courtesy: Google Images |
কাকে নিয়ে স্মরন সভা?,উনি কী স্মরনের জন্য নাকি
উনি তো কাছে পাওয়ার জন্য,
আজ শান্তিনিকেতনের
প্রতিটি ঘাসে, প্রতিটি গাছের পাতায়,স্বর্নশিশিরের
পেয়ালায় পান করব রবীন্দ্রঅমৃত,
কোথায় নেই তুমি গুরুদেব!!!!
শান্তিনিকেতনের ছাতিমতলা থেকে
জোঁড়াসাকোর বারান্দায়,কোথায় নেই!
তাই তোমায় নিয়ে শোকের মালা গাঁথব না আজ;
কোনও কবিতা বলবে না, তুমি আর নেই !
তুমি তো রবীন্দ্রনাথ!!!
কারন শ্রাবণ মাসের আকাশে বিদ্যুৎ এ তুমি রয়েছ,
আবার টিপটিপানি বৃষ্টির চাদরে মুড়েও তুমি রয়েছ,
পাতার সনসন শব্দের দিকে চেয়ে দেখি তুমি রয়েছ,
উন্মাদ মেঘের গতিবেগে ঝড়ের বন্দরেও তুমি রয়েছ।
জাহাজঘাটের নাবিকের পালের ডগায় তোমার কবিতারা
রাতদিনে গাঙচিলের ডানায় মাখিয়ে দেই অসংখ্য
বৃক্ষ,
আর সমুদ্রকোলের স্বেচ্ছাসেবী মাছেরা তা রোপন করে
বিনা শর্তে!!
বৃষ্টিতে ভেজা পায়রা খেলা করে তোমার
সাহিত্যধারায়
আর তুমি আমি দিশেহারা হয়ে
মরু বিজয়ের কেতন উড়াই।
কারন একটাই ঘাসবনের ধারে তুমি যে হোটেলের
টেবিলে দুপুরের ডিনার সেড়েছ,
আমি সেখানে মাছি হয়ে উড়েছি,
কারন তোমার থেকে ঠিক আমার বয়সী সবকিছু
নিতে বড়ই সাধ হয়,
আজ ২২ শে শ্রাবন,তোমার বিজয়
দিবস গুরদেব,
দেবে না আমায় সবকিছু?
No comments:
Post a Comment
Please put your comment here about this post