আঁচড়
Painting: Gusta Klint |
আমাকে কেন দোষ দাও, আমি তো সময়ের আয়না মাত্র
কলঙ্ক যদি দিতে হয় তাকে দাও।
সময় জুড়ে জুড়ে তোমাকে জানতে চাই
খুঁজে পাই মূর্তি পাথরে ।
সব জানারই শেষ আছে জেনেও টেনে নিয়ে যাই
তাকে শেষ দিনেরও ওপারে।
অষ্টোত্তর শতনামে বিধৃত এ শরীর পঞ্চভুতীভূত
হবার পরও মূর্তি খোদাই করি যেন জন্মে জন্মে মন্ত্রপূতঃ ।
আমাকে কেন দোষ দাও, আমি তো সময়ের আয়না মাত্র
কলঙ্ক যদি দিতে হয় তাকে দাও।
আমি তো শুধু মূর্তিটিকেই দেখি। আর সময়ের
স্তরে স্তরে কত যে কলঙ্ক চাপা পড়ে আছে- তা দেখেছ ?
নখের আঁচড়ে চর্চিত হবে সেই মূর্তি অথচ
কে আর কতটুকু আঁচড় কাটতে পারি সময়ের গায়ে ?
অসাধারণ
ReplyDelete