আমার শারদীয়া
Collage: Swarup Chakraborty |
পূবের আকাশ ভরা
মিষ্টি আলোর খেলা,
মা আসছেন, চড়ে খুশীর ভেলা,
প্রাণে লেগেছে দোলা।
মিষ্টি আলোর খেলা,
মা আসছেন, চড়ে খুশীর ভেলা,
প্রাণে লেগেছে দোলা।
কাশফুল, ঘন বনে সবুজের মেলা,
মা, তোমার কোলে মাথা রেখে
একটু অবুঝ হওয়া ,ভুলে যাওয়া কিছুু
ভেদ বিভেদের জ্বালা।
মা, তোমার কোলে মাথা রেখে
একটু অবুঝ হওয়া ,ভুলে যাওয়া কিছুু
ভেদ বিভেদের জ্বালা।
তোমার নরম, স্নিগ্ধ পরশে,
আবেগে,আমোদে-সুদূরে পাড়ি দেওয়া
যেখানে দীঘির শীতল জলে তুমি,
যেখানে শিউলির ঘ্রাণে মেশা তুমি,
আবেগে,আমোদে-সুদূরে পাড়ি দেওয়া
যেখানে দীঘির শীতল জলে তুমি,
যেখানে শিউলির ঘ্রাণে মেশা তুমি,
নীল আকাশ আর পেঁজা পেঁজা মেঘ,
লাল মাটি আর নিরুদ্দেশের দেশ,
দিকে দিকে তোমার পদধ্বনি
শরীরে - মনে তোমার আগমনী
লাল মাটি আর নিরুদ্দেশের দেশ,
দিকে দিকে তোমার পদধ্বনি
শরীরে - মনে তোমার আগমনী
তোমার স্নিগ্ধ , সদ্যোস্নাত রূপ
প্রকৃতি যেন তুমি সম অপরূপ,
শরতের মেঘে নীল পাখা আর, সবুজের গালিচায়
মা, তুমি আছো রন্ধ্রে রন্ধ্রে , বিশ্বের আঙিনায়।
প্রকৃতি যেন তুমি সম অপরূপ,
শরতের মেঘে নীল পাখা আর, সবুজের গালিচায়
মা, তুমি আছো রন্ধ্রে রন্ধ্রে , বিশ্বের আঙিনায়।
কথায়, গানে আর আভূষনে
শুধু তুমি আর তুমি, তোমায়
স্নেহের আবেশে জড়িয়ে ধরেছি,
ছোট শিশু সম দেয়ালা করেছি
শুধু তুমি আর তুমি, তোমায়
স্নেহের আবেশে জড়িয়ে ধরেছি,
ছোট শিশু সম দেয়ালা করেছি
চঞ্চল মনা, আমি আর আমি।
No comments:
Post a Comment
Please put your comment here about this post