মৃন্ময়ী মা চিন্ময়ী হও
থিমটা হয়তো নুতন হবে,
বাজবে কোনো নুতন গান।
আনন্দেতে উদ্বেলিত
হয়তো হবে, কিছু প্রাণ।
বাজবে কোনো নুতন গান।
আনন্দেতে উদ্বেলিত
হয়তো হবে, কিছু প্রাণ।
আর বাকিটা----
চাঁদার জুলুম থেকেই গেলো,
অন্ধকারে রইলো বা কেউ।
নুতন জামা স্বপ্ন কারো,
নেই তো মনে খুশির ঢেউ।
আধপেটা কেউ থাকলো
আবার,
রইলো বা কেউ অনাহারে,
দেখলো না কেউ মুখটা যে
মা'র
কেউ হারালো চিরতরে।
চাঁদার জুলুম থেকেই গেলো,
অন্ধকারে রইলো বা কেউ।
নুতন জামা স্বপ্ন কারো,
নেই তো মনে খুশির ঢেউ।
আধপেটা কেউ থাকলো
আবার,
রইলো বা কেউ অনাহারে,
দেখলো না কেউ মুখটা যে
মা'র
কেউ হারালো চিরতরে।
আমার শুধুই একটা কথা-
মৃন্ময়ী মা চিন্ময়ী হও,
ঘোচাও সবার মনের ব্যাথা।
মৃন্ময়ী মা চিন্ময়ী হও,
ঘোচাও সবার মনের ব্যাথা।
No comments:
Post a Comment
Please put your comment here about this post