মায়ের
প্রতি
Collage : Writer |
তোমার আগমনী বার্তা মনকে করে তোলে
সতেজ, স্মৃতি – বিহ্বল ও আনন্দমুখর।
শরতের আকাশে – বাতাসে , শিউলির গন্ধে
পাড়ায় – পাড়ায় তোমারই আবাহনের
প্রস্তুতি।
মাতৃভক্ত সন্তান তোমার, সন্তান গর্বে গরবিনী মাতা,
সপরিবারে আগমন তোমার, সর্বত্রই তোমারই বন্দনা।
প্রশ্ন কিন্তু রয়েই যায় যাতায়াতের পথে,
মা যখন আনন্দমুখর সন্তানদের সাথে।
মাতৃস্নেহের – মাতৃবন্দনার দখলদারী,
সন্তানেরা তোমার প্রবল প্রতিযোগী।
সন্তানের স্নেহ – ভরসায় ভাগী,
‘মা’ কেন পরবাসী – বিবাগী – বৈরাগী।
বিশ্বময় বণ্টনে তা অপ্রতুলতার কল্পনা।
সবাই দিচ্ছেন আশার বানী, ‘আচ্ছে দিন’ আনছে যেন।
সন্তানেরা ভুগছে সবাই, স্বদেশে বা প্রবাসে হেন।
তোমার কৃপায় থাকুক সবাই,
আগমনের এই উৎসবের আনন্দের
আভাসে।
No comments:
Post a Comment
Please put your comment here about this post