কৃষ্ণ গহ্বর
Image Courtesy: Google Image |
কৃষ্ণ গহ্বরের অনুভূতিরা
উঠে আসে শব্দ মালায়।
অনুভূতির আবেশ ও শব্দের মিলনে
জন্ম নেয় একটা প্রাণময় অনুভূতির ভ্রূণ।
তিল তিল করে বেড়ে ওঠে
কৃষ্ণ গহ্বরের অন্ধ কুঠুরিতে।
অপেক্ষা করে আলো দেখার ।
সে যেন এক আলোক পিয়াসী.......
আঁতুড় ঘর থেকে বেরিয়ে
টলমলে পায়ে এগোতে চায়,
বারংবার পড়ে যায়,
তবুও এগিয়ে যায়।
কৃষ্ণ গহ্বরের অনুভূতিরা চায়
নতুন বোধের জন্ম দিতে,
নূতন কবিতার জন্ম দিতে
আরো কবিতা, প্রতিদিন কবিতা
জীবনযুদ্ধের কবিতা।
কবিতায় জুড়োতে চায় সে
অন্তর জ্বালা।
উঠে আসে শব্দ মালায়।
অনুভূতির আবেশ ও শব্দের মিলনে
জন্ম নেয় একটা প্রাণময় অনুভূতির ভ্রূণ।
তিল তিল করে বেড়ে ওঠে
কৃষ্ণ গহ্বরের অন্ধ কুঠুরিতে।
অপেক্ষা করে আলো দেখার ।
সে যেন এক আলোক পিয়াসী.......
আঁতুড় ঘর থেকে বেরিয়ে
টলমলে পায়ে এগোতে চায়,
বারংবার পড়ে যায়,
তবুও এগিয়ে যায়।
কৃষ্ণ গহ্বরের অনুভূতিরা চায়
নতুন বোধের জন্ম দিতে,
নূতন কবিতার জন্ম দিতে
আরো কবিতা, প্রতিদিন কবিতা
জীবনযুদ্ধের কবিতা।
কবিতায় জুড়োতে চায় সে
অন্তর জ্বালা।
No comments:
Post a Comment
Please put your comment here about this post