সমাজের ছবি
Image Courtesy : Google Image (The Thirsty Boy) |
আমি খুব ভাল নেই
এই কথা বলতেই ,
একরাশ বিষণ্ণ বাতাস এসে ঘিরে ধরে |
কেন , কেন , কেন - এ সহজ প্রশ্ন করে ,
ফিরে যায় ঘরে |
ভাল নেই কেন , ভাবতেই যেন
ভাঙাচোড়া মানুষের মুখ
চোখে ওঠে ভেসে ,
যাদের ঘিরেছে আজ
সমাজের গভীর অসুখ |
তারা বলে হেসে , আমাদের ভালবেসে
একা তুমি ভাব কেন কবি ?
আমাদের বাদ দিয়ে আর সবই
ঠিক ঠাক আছে ,
সকলেই মস্তিতে বেঁচে
আমরা নয় থাকি বস্তিতে ,
দেখ চেয়ে সমাজের ছবি |
No comments:
Post a Comment
Please put your comment here about this post