একটু উষ্ণ-তার জন্য
Image Courtesy : Muniba Mazari -The Iron Lady of Pakistan |
ধোঁয়া ওঠা কফিমাগে ঠোঁট ছুঁয়ে
তোমার উষ্ণতা মাপা যায়।
রাত্রির অন্তঃসলীলা নগ্নতায়
একাকী প্রহরী নিঃসঙ্গ নীহারিকা।
অনুষ্টুপ ছন্দে ঝরে পড়ে…
উত্তপ্ত রাতবাসরে একান্ত নীরবে,
গভীর গোপনের গোপনীয়তার…
নির্জনের নির্জনতায়!!!!
নিঃস্তব্ধতায় মন জোছনা মেখে…
চাঁদ চলে রাতের অভিসারে।
প্রেমের স্রাবস্তীতে গড়ে তোলে
ভালবাসার রূপকথা বাতায়ন।
একটু স্পর্শ…একটু উষ্ণতা…
গোলাপী ঠোঁট …
আর ধোঁয়া ওঠা কফিমাগ……
তোমার উষ্ণতা মাপা যায়।
রাত্রির অন্তঃসলীলা নগ্নতায়
একাকী প্রহরী নিঃসঙ্গ নীহারিকা।
অনুষ্টুপ ছন্দে ঝরে পড়ে…
উত্তপ্ত রাতবাসরে একান্ত নীরবে,
গভীর গোপনের গোপনীয়তার…
নির্জনের নির্জনতায়!!!!
নিঃস্তব্ধতায় মন জোছনা মেখে…
চাঁদ চলে রাতের অভিসারে।
প্রেমের স্রাবস্তীতে গড়ে তোলে
ভালবাসার রূপকথা বাতায়ন।
একটু স্পর্শ…একটু উষ্ণতা…
গোলাপী ঠোঁট …
আর ধোঁয়া ওঠা কফিমাগ……
বিদগ্ধা
বিদগ্ধা বিলাসিনীর প্রেম কুঞ্জবাট,
দু'কামরার ফ্ল্যাট-অন্ধ গলি-ঘুপি,
যেন, বাহলীক সাত- আল আরব দ্বীপ।
শানিত দেহ-পল্লবে, ছিনানি উত্তুঙ্গ সদ্যযৌবনা।
মাঝে আবেশী আলো- আঁধারির মাদকতা
নিওন আলোয়, অস্থায়ী প্রেম-কুঞ্জবাট,
দু'হাতে দেদার স্ফূর্তির চিয়ার্স
মন- মাতানো মৌতাতের তরল মদিরা,
বিলোল মাদকতা ভরা বার বিলাসিনীর ক্যাবারে
ডান্স।
স্বল্পবাসিনী- স্বপ্নচারিনীর দেহাতী উদ্দাম
যৌবন।
রক্তের স্বাদ নেয়া, লোভাতুর লালসা চোখ,
কামার্ত হায়নার বাঘনখে
ছিঁড়েফুঁড়ে খায়, আকন্ঠ মদিরায়......
অসামাজিক, পৈশাচিক প্রেমের বুভুক্ষু মিলন......।
No comments:
Post a Comment
Please put your comment here about this post