অলীক পাতার অন্যান্য সংখ্যা- পড়তে হলে ক্লিক করুন Library ট্যাব টি



। । "অলীক পাতা শারদ সংখ্যা ১৪৩১ আসছে এই মহালয়াতে। । লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ ই আগস্ট রাত ১২ টা ।.."বিশদে জানতে ক্লিক করুন " Notice Board ট্যাব টিতে"

Friday, November 24, 2017

আজাহারুল ইসলাম

দ্বীপটি আর নেই

Image Courtesy: Google Image Gallery


আমার কিন্তু একটা মস্ত বড় দ্বীপ আছে,
    যাকে এখন আমি আর স্পর্শ করতে পারিনা,

   লতায় পাতায় ঢেকে গেছে আমার সাধের দ্বীপটি,
  যেখানে আমি এতদিন বসে কত কবিতা লিখেছি,

কত গল্প করেছি নীল তিমি লাল পরিযায়িদের সাথে,
       কত আতর,নোনতা সৈকতে ছিটিয়েছি ,

                 সব মাছেদের ডাকতে!!! 
সমুদ্র থেকে বহুদূরে! অন্য শহরে এখন আমার বসবাস,

রাতের জোৎস্নাগুলি একা শুয়ে থাকে শুকনো সৈকতে,      
   সুনীলের কবিতায় মুখ রেখে হঠাৎ কেঁদে উঠি,চিৎকারে,

বৃষ্টি নেমে আসবে ভেবে শহরের রাস্তায় ছাতা হাতে আমি
      আমার দ্বীপে বৃষ্টি হতো,কিন্তু ছাতা লাগত না,

হাঙররা দাঁতের ফাঁকে ঢেকে রাখত,নিজেরা জেগে থেকে
          আমার দ্বীপটি আসলে আমার শৈশব,

          এখন আমি যৌবনের দুষনে দুষিত,
এই অন্ধকার জিভ দিয়ে সেই আলোটিকে চাখা মুশকিল

     তাই যৌবনকে সাগরে ফ্যানায় মিশিয়ে দিয়ে,
   তীব্র চিৎকারে সেই দ্বীপে আবার আছড়ে পড়তে চাই,

   নরম ঢেউ এর সুরমা কে ভেজা চোখে আঁকতে চাই,
   কিন্তু সাগরের ফ্যানের সাথে অর্ধেক রাস্তা পেরোতেই

          নীল তিমি লাল পরিযায়িরা খবর আনে,
              সেই দ্বীপ আর নেই,ডুবে গেছে!!!!!

         জানি শৈশবে আর সত্যিই ফেরা যায়না।


প্রেমে নেই পূর্বাভাস 

Image Courtesy: Google Image Gallery


 প্রিয়তমার মুখটি দেখে মেপে নিলাম মনের মাপ
চোখটি কোথাও ঢুঁ মেরেছে পাহাড়ে আসে উচ্চচাপ। 

  আমি যখন একলা পথে নীল গায়ের ঐ লাল শয্যায়
  ডেঙ্গি খেতাব লিখতে বসে জ্বরকে তখন দিব্যি দেয়। 

সে তো আমার নিচ্ছে খবর,নিজেকে দেখি দিচ্ছে দোষ
দিগন্তের ঐ চুল ভিজেছে  আমার বাড়ে অসন্তোষ। 

নায়াগ্রার ঐ চুলের ঢেউ এ বরফ তখন মারে তির,
প্রেমের জানি নেই যে ঋতু,বিয়ে করার লক্ষ্য স্থির,

   এতকিছুর মাঝে দেখি সফল প্রেমের সর্বনাশ,
আমার হৃদয় তলে ঢুকে যদি একবার ফের তাকাস।






No comments:

Post a Comment

Please put your comment here about this post

Main Menu Bar



অলীকপাতার শারদ সংখ্যা ১৪২৯ প্রকাশিত, পড়তে ক্লিক করুন "Current Issue" ট্যাব টিতে , সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা

Signature Video



অলীকপাতার সংখ্যা পড়ার জন্য ক্লিক করুন 'Current Issue' Tab এ, পুরাতন সংখ্যা পড়ার জন্য 'লাইব্রেরী' ট্যাব ক্লিক করুন। লেখা পাঠান aleekpata@gmail.com এই ঠিকানায়, অকারণেও প্রশ্ন করতে পারেন responsealeekpata@gmail.com এই ঠিকানায় অথবা আমাদের ফেসবুক গ্রুপে।

অলীক পাতায় লেখা পাঠান