অলীক পাতার অন্যান্য সংখ্যা- পড়তে হলে ক্লিক করুন Library ট্যাব টি



। । "অলীক পাতা শারদ সংখ্যা ১৪৩১ আসছে এই মহালয়াতে। । লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ ই আগস্ট রাত ১২ টা ।.."বিশদে জানতে ক্লিক করুন " Notice Board ট্যাব টিতে"

Sunday, November 26, 2017

শিবু মণ্ডল

তবু পথ চলি   

চিত্রঋণঃwww.google.com  
                                                                            
                                       

আমার তিন বছরের মেয়েকে বাইকে চড়িয়ে ঘোরাতে বেরিয়ে                                                       
জিজ্ঞেস করলাম কোথায় যাবি ? উত্তরে সে বলল জানি না ! 

রাস্তার বাঁদিকে পার্কের দোলনা দেখিয়ে বললাম ওখানে                                                                
যাবি ? বলল না ! আরও অনেকটা দূরে গিয়ে স্টেডিয়ামের মাঠের                                 
সামনে দাঁড়ালাম, সে আর বাইক থেকে নামে না । মাঠের দিকে                                  
ইশারা করলাম, সে দু’দিকে মাথা ঝাঁকাল । ফিরতি পথে আবার                                   
চলতে চলতে প্রশ্ন করলাম তবে কোথায় যাবি ? উত্তরে সে                                        
আবার বলল - জানি না ! এলোমেলো কত কথাই তো বলতে শিখেছে –                        
‘জানি না’ কথাটি শুনলাম এই প্রথম ওর মুখে, শুনেই যেন                                         
ভেতর থেকে নড়ে উঠলাম । আমিও আর কোথাও দাঁড়াই না !                                    
সামনে বসে থাকা মেয়ের হাতের ইশারায় কখনো বাঁয়ে কখনো                             
ডাইনে, রাস্তা থেকে গলি, গলি থেকে রাস্তা শুধু পথেই ঘুরে-ফিরি                                     
সন্ধ্যের স্বর্ণালী ঘোর নিয়ে । চলতে চলতে একই রাস্তায়                                              
দু’বার, কখনও বা ফিরে আসি গলির শেষে কোন বাড়ির প্রাচীরে                                      
ধাক্কা খেয়ে । আবার নতুন নির্দেশে চলতে শুরু করি উদ্যমে !                                        
তবু পথ চলি, পথেই চলতে থাকি – কোথায় যেতে চাই না জেনেই ।

চলতে চলতেই থামি একসময় রামলীলা ময়দানের                                                 
সিংহ-দ্বারের মুখে; পেছন ঘুরে দেখি আটটার টিফিন ব্রেকে                                            
দলে দলে আলো জ্বেলে বেরিয়ে আসছে কর্মীরা কারখানার                                               
হাঁ-মুখ গেটের ভিতর হতে – হাতে করে এক পাউন্ড রুটি !                                         
পৌনে এক ঘন্টার অবসর – এরই মধ্যে বউ-ছেলে-মেয়ের                                            
সাথে ভাগ করে খাবে সবাই শ্রমের বিনিময়ে পাওয়া রুটি -                                          
সাথে আম-আচারের টুকরো, তেলটুকু জমা হবে কাঁচের বয়ামে                                    
লালাভরা জীভ নিয়ে আমিও আবার চলতে শুরু করি, এবার                                    
ঘরে ফিরি ; দিনের শেষ খাবারের পাতে বউকে বলি – এক টুকরো                                
আমের আচার দিতে, লালা প্রশমিত হয় । চোখ আটকে তেলে !

তারপরও বিচরণ করি স্বপ্নে ভূত–অতীত–ভবিষ্যতে ।      


        

No comments:

Post a Comment

Please put your comment here about this post

Main Menu Bar



অলীকপাতার শারদ সংখ্যা ১৪২৯ প্রকাশিত, পড়তে ক্লিক করুন "Current Issue" ট্যাব টিতে , সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা

Signature Video



অলীকপাতার সংখ্যা পড়ার জন্য ক্লিক করুন 'Current Issue' Tab এ, পুরাতন সংখ্যা পড়ার জন্য 'লাইব্রেরী' ট্যাব ক্লিক করুন। লেখা পাঠান aleekpata@gmail.com এই ঠিকানায়, অকারণেও প্রশ্ন করতে পারেন responsealeekpata@gmail.com এই ঠিকানায় অথবা আমাদের ফেসবুক গ্রুপে।

অলীক পাতায় লেখা পাঠান