যেমন – তেমনই
Image Courtesy:Google Image Gallery |
তেমন কথায় যেমন কাজ,
মাথার উপর ক্ষমতার অদৃশ্য রাজ।
আত্মীয় হোক, হোক পরিজন,
থাকছেই মাথায় হাতটি যখন।
যোগ্য তুমি, বলবে সে গো,
যোগ্যতায় পায়নি যে গো!
আস্ফালন সেই অযোগ্যতার,
আশা দেখায় পাইয়ে দেবার।
যেমন নিজে অপাত্রে পান,
অপাত্রেই করবে দান।
ভরা কলস বাজবে কেন?
অযোগ্যতার আওয়াজই হেন।
অন্ধকারে আলোক দেখা,
সর্বত্রই মলিন রেখা।
যোগ্যরা সব পালিয়ে যায়,
তোষামুদে অনর্হ লম্ফাঝম্ফায়।।
ভয়, লজ্জায় ও পরাজয়ে
খোঁজ শান্তির জীবন বেয়ে।
No comments:
Post a Comment
Please put your comment here about this post