৫২ তীর্থের শরীর
Image Courtesy: Energy Art By Julia Watkins |
আমার আকাশের
উপর খুব হিংসে হয় জানো!
কারন তুমি
তার দিকে তাকিয়ে,মেঘ হওয়ার স্বপ্ন দেখো।
আমার
সূর্যের উপরও বেশ রাগ হয়,
কারন সে আলো
ছড়ানোর বাহানায়-
তোমার
সোনালী ত্বককে স্পর্শ করার স্বপ্ন দেখে!
আমার অজয়
নদের উপর তো আবার ইর্ষা হয়,
কারন কত বার
যে তুমি তোমার ঐ নরম শরীরকে
তার বালুচরে
শুইয়েছ।
আর
জ্যোৎস্না!,তাকে তো আমি দেখতেই পারিনা!
কারন
প্রত্যেক পূর্ণিমায় বাড়ির ছাদে দাঁড়িয়ে
তার সাথে কত
গল্প করো,কত কবিতা লেখো,
আর বাতাসের
সাথে তো আমার চিরকালের শত্রুতা,
কতবার যে
তোমাকে সে তার স্পর্শে মাতাল করে তুলেছে তার হিসেব নেই!
শুধু আমার
নিজের উপর কোনোও হিংসে,রাগ,ইর্ষা হয়না,
কারন নিবিড়
আলিঙ্গনে ধন্য হওয়ার মতো যোগ্যতা
আমার শরীর
রাখেনা,
তাই
ভেবেছি!!!! একদিন,আকাশ,সূর্য,অজয়,জ্যোৎস্না,বাতাস হয়ে
তোমার ৫২ তীর্থের শরীরে আমি
ভ্রমন করব।
ধন্যবাদ
ReplyDelete