আমি সমাজ
|
দাড়াও
পথিকবর!
একবার চেয়ে
দেখো মোর পানে;
চলিলে কোথায়?কিসের এত তাড়া?
ভাবনার
সংকীর্ণতা কেন?
মোর কান্নায়
দাও একটু সাড়া।
দাড়াও
পথিকবর!
মোর
অনুভূতিতে অনুতপ্ত হও।
নিষ্পাপ
চিতাগুলিকে একবার চাক্ষুষ করো।
ডুবতে বসেছি
আমি আজ রক্তস্রোতে;
অন্যায়
দমনের বানীকে রন্ধ্রে রন্ধ্রে ভরো।
দাড়াও
পথিকবর!
ক্ষণিক
পরীক্ষিত হতে দাও মনকে;
জীবন
যন্ত্রণার জ্বালা টা একটু বুঝুক;
উন্মাদ হোক
সে বর্বরতার জেরে;
সঠিক
লক্ষ্যে পৌঁছানোর পথটি খুঁজুক ।
দাড়াও
পথিকবর!
কাঁদিয়ে
তোলো একবার অন্তরটাকে;
একটু
বিসর্জন দাও সুখের প্রতিমাকে।
জীবনে
বাঁচার মূল্যটা তাকে বুঝতে দাও;
আপন করুক সে
পরদুঃখ,অবজ্ঞা ঘৃণাকে।
দাড়াও
পথিকবর!
আমার দেহময়
শুধু রক্তের আস্তরণ আজ;
পারোনা তুমি
আমায় শুদ্ধ করতে?
দিতে পারোনা
সৃষ্টির সেই প্রথম রঙ?
আমি যে
সর্বদা নিম্নগামী, পাপের এই পৃথিবীতে।
দাড়াও
পথিকবর!
শেষবারের
মতো আরো একবার ভাব;
এই সুন্দর
সৃষ্টি কি ধ্বংস হচ্ছে না তোমাদের হাতে?
কেন এই
হিংসা,কেন এই নৈরাশ্য??
বাঁচতে কি
পারিনা আমরা সবাই একসাথে??
No comments:
Post a Comment
Please put your comment here about this post