ঝরাপাতার প্রথম প্রেম
Image : By Writer Herself |
তুমি আমার প্রথম প্রেম,
যেন জীবনের ঝরাপাতা।
যেন জীবনের ঝরাপাতা।
তুমিআমার হৃদয়ের ক্ষয়ে যাওয়া
নিস্তব্ধ চোরা কুঠুরি।
ক্ষয়ে যাওয়া কাকে বলে,
ঝরাপাতা জানে কি?
তোমাতে আমার, মনের আকাশ
জুড়ে খেলা করে
রামধনু- সাতরঙা মেঘের অপূর্ব ছটা।
তুমি আমার ক্ষয়ে যাওয়া
ভাঙ্গন ধরা বুকের আগুন- বাতাস।
তুমি আমার না ছুঁতে পাওয়া
অতৃপ্ত- কুরে- কুরে খাওয়া চুম্বন।
তুমি আমার ঘন বর্ষার
গিরিছায়া পথ।
তুমি আমার সমস্ত চাওয়া- পাওয়া
অনুভুতির ভোগবিলাস।
না বলা কথারা চারিদিক ছুঁয়ে যায়
ঘোর তিয়াসা- তৃষা বুক।
অনুভুতিরা কুরে- কুরে খায়
নিঃস্তব্ধ চোরা কুঠুরি ভেঙ্গে চুরমার হয়।
অথচ, তুমি আমার অব্যক্ত প্রেম
তোমার ই' ছায়াঘেরা হৃদয়ের চোরাটান
রোজ রাতে ভেঙ্গে চুরমার হয়।
কান্নাভেজা কথারা নিঃশ্চুপ হয়ে
No comments:
Post a Comment
Please put your comment here about this post