দেবশ্রী চক্রবর্তী
আত্মমগ্ন
|
Image Courtesy : Google Images |
কে তুমি আমায় ডাক ?
জন অরণ্যে নিজেকে লুকিয়ে রাখ!
বেগুনী রঙের আলোক স্রোতে
আমার অঙ্গ 'চুর' ;
আধ খোলা এই ত্রি - নয়নে
প্রশ্ন মোর প্রচুর।
হয়তো তুমি হাসো,
পাগল মেয়ের
পাগলামি, দেখতে
তুমিও ভালোবাস।
যা দ্যাখে এই নয়ন যুগল,
সবই কি শুধু ছলনা?
আধখোলা ত্রি নয়ন
তুমি একবার,
শুধু একবার
নয়ন মেলোনা।
পালকের মতো
ভেসে ভেসে
আমিযতই খুঁজি তোমাকে,
চোখ ধাঁধানো আলোক পুঞ্জ
জড়িয়ে ধরে আমাকে।
সুন্দর আমি,শিশির ভেজা,
ছোট্ট সাদা পালক,
সবুজ, নীল, পার হয়ে
শুধু খুঁজি
কে ডাকে আমায় ?
এবার আমি বুঝি।
শত সহস্র আলোক বর্ষ পারে....
হয়ত' দেখতে পাব তারে।
No comments:
Post a Comment
Please put your comment here about this post