অলীক পাতার অন্যান্য সংখ্যা- পড়তে হলে ক্লিক করুন Library ট্যাব টি



। । "অলীক পাতা শারদ সংখ্যা ১৪৩১ আসছে এই মহালয়াতে। । লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ ই আগস্ট রাত ১২ টা ।.."বিশদে জানতে ক্লিক করুন " Notice Board ট্যাব টিতে"

Wednesday, January 31, 2018

দেবারতি দাশগুপ্তা

(১) জীবন.....

Image Courtesy: Queenie Liao


গন্ডি কাটা বন্দি জীবন,
ছুটছে বেগে রাজধানীতে।
হঠাৎ দেখা একফালি মেঘ,
ডানার ঝাপট আকাশ ছুঁতে।

ইচ্ছে ডানা মেলছে শহর,
আকাশ জুড়ে ব‍্যস্ততাতে।
পাহাড় সাজে কাজের বহর,
খুঁজছে দেখো নিজেই নিজে।

জীবন পথে জীবন পেতে,
ছুটছে দেখো ঘোড়ার রেসে।
আকাশ ছোঁয়ার স্বপ্ন পূরণ,
কমছে সময় দিনের শেষে।

বলছি জীবন একটু রোসো,
খানিক তোমায় বাঁচতে শিখি।
একটু সময় পাশেও বোসো,
উড়তে দিও মনের পাখি।




(২) ভুলেই গেছ জানি.....

Image Courtesy: Pinterest



আমায় তুমি ভুলেই গেছ জানি,
বসন্ত ছোঁয় অন‍্য প্রেমের বাগান।
মনের ঘরে খেয়াল খুশি টানি,
তোমার নামেই খোলা হাওয়ার গান।

আচমকা সেই পথেই তোমায় দেখা,
এড়িয়ে যাওয়া চোখের হাতছানি।
উথাল পাথাল আমার হৃদয় রেখা,
স্তব্ধতা যে নিঃস্ব করে মানি।

তোমার মন ঠিকানায় পাই যদি মোর বাসা,
তাই মনদরিয়ায় ডুব দিয়েছি কতোই।
ঝিনুক মাঝে মুক্তো পাওয়ার আশা,
তল না পেয়ে তলিয়ে গেছি আরোই।

জনম গিয়ে ফিরতি জনম পেলে,
নীরব হয়ে প্রেম মাখাতেও পারি।
সুতোর টানে তোমার প্রেমেই বাঁধা,
পরব আবার নীল রঙা সেই শাড়ি।












No comments:

Post a Comment

Please put your comment here about this post

Main Menu Bar



অলীকপাতার শারদ সংখ্যা ১৪২৯ প্রকাশিত, পড়তে ক্লিক করুন "Current Issue" ট্যাব টিতে , সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা

Signature Video



অলীকপাতার সংখ্যা পড়ার জন্য ক্লিক করুন 'Current Issue' Tab এ, পুরাতন সংখ্যা পড়ার জন্য 'লাইব্রেরী' ট্যাব ক্লিক করুন। লেখা পাঠান aleekpata@gmail.com এই ঠিকানায়, অকারণেও প্রশ্ন করতে পারেন responsealeekpata@gmail.com এই ঠিকানায় অথবা আমাদের ফেসবুক গ্রুপে।

অলীক পাতায় লেখা পাঠান