গন্ডি কাটা বন্দি জীবন,
ছুটছে বেগে রাজধানীতে।
হঠাৎ দেখা একফালি মেঘ,
ডানার ঝাপট আকাশ ছুঁতে।
ইচ্ছে ডানা মেলছে শহর,
আকাশ জুড়ে ব্যস্ততাতে।
পাহাড় সাজে কাজের বহর,
খুঁজছে দেখো নিজেই নিজে।
জীবন পথে জীবন পেতে,
ছুটছে দেখো ঘোড়ার রেসে।
আকাশ ছোঁয়ার স্বপ্ন পূরণ,
কমছে সময় দিনের শেষে।
বলছি জীবন একটু রোসো,
খানিক তোমায় বাঁচতে শিখি।
একটু সময় পাশেও বোসো,
উড়তে দিও মনের পাখি।
আমায় তুমি ভুলেই গেছ জানি,
বসন্ত ছোঁয় অন্য প্রেমের
বাগান।
মনের ঘরে খেয়াল খুশি টানি,
তোমার নামেই খোলা হাওয়ার গান।
আচমকা সেই পথেই তোমায় দেখা,
এড়িয়ে যাওয়া চোখের হাতছানি।
উথাল পাথাল আমার হৃদয় রেখা,
স্তব্ধতা যে নিঃস্ব করে মানি।
তোমার মন ঠিকানায় পাই যদি মোর
বাসা,
তাই মনদরিয়ায় ডুব দিয়েছি
কতোই।
ঝিনুক মাঝে মুক্তো পাওয়ার আশা,
তল না পেয়ে তলিয়ে গেছি আরোই।
জনম গিয়ে ফিরতি জনম পেলে,
নীরব হয়ে প্রেম মাখাতেও পারি।
সুতোর টানে তোমার প্রেমেই
বাঁধা,
পরব আবার নীল রঙা সেই শাড়ি।
No comments:
Post a Comment
Please put your comment here about this post