অলীক পাতার অন্যান্য সংখ্যা- পড়তে হলে ক্লিক করুন Library ট্যাব টি



। । "অলীক পাতা শারদ সংখ্যা ১৪৩১ আসছে এই মহালয়াতে। । লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ ই আগস্ট রাত ১২ টা ।.."বিশদে জানতে ক্লিক করুন " Notice Board ট্যাব টিতে"

Wednesday, January 31, 2018

সম্পা দত্ত

যাপনচিত্র ও কালের ব‍্যস্ততা


Image Courtesy :Google Images


শতকলরবে- কলবরে নিথর প্রানে-নবজীবন"
"পূনর্নবা"

অনুগ্রহ করে মন দিয়ে শুনুন, তিস্তা- তোর্ষা ডাউন এক্সপ্রেস্ ৩ নম্বর প্ল্যাটফর্মে আর কিছুক্ষনের মধ্যে চলে আসছে… 
শত ব্যস্ততা প্ল্যাটফর্ম টিকিটপ্রাইভেট নিজস্ব গাড়ি পার্কিংদশ টাকা দাদাঠিক আছে রাখ
ট্রেন তো চলেই এল বুঝি
যাত্রীরা উৎকন্ঠায় অস্থির- চিৎকার চেঁচামেচিলাগেজ টানাটানিবাচ্চা- বুড়ো শত ব‍্যস্ততা
ট্রেন এসে থামল লাইনে… 
বাবাহ্ বাঁচা গেল লোকজনের হুড়োহুড়িবাহকেরা দৌড়োদৌড়িকে কার আগে ধরবে বহমান মালপত্তর।

চেনা কথারা ভিড় করে, হকার ভাইদের মুখেএই চায়ে গরম চায়েলেবু লজেন্সকফিব্রেড টোস্টসকালের নাস্তাডিম লাগবে ডিমদাদা বৌদিমনি খুকুমনিহাফবয়েল ডিমঘোড়ার নয়পাখির নয়এক্কেবারে ইস্ স্পেসাল দেশি ডিম।

কাইট্যা ছিইল্যা লবন লাগাইয়া দিমুসাথে একটু মাখামাখি ভালবাসা দিমুশসা বিক্রেতা ভাইএর আদর মাখা কথা। 
চাফিচাফিচাইলে মিশাইয়া দিমুএ আবার কি কথা দাদা বুঝতে পাচ্ছিনাআরে দাদা হেইডাও বুঝেন নাআমরা হইলাম গিয়া ময়মনসিং ডিস্টিকের কিশোর গঞ্জের লুক( লোক) কথার টান তো হইবই বুইঝ্যা লইতে হইবো কষ্ট কইরামানে ডা হইল চায়ের সাথে কফি মিশাইয়া দিমু হেইডাই চাফিও বুঝেছি এবার।
তা দাও একটা কত ?? দশ ট্যাহা।

বডি গরমবডি গরমমিস্ কল শুধু একবার মিস্ কল একটা মিস্ কল সাথে সাথে চলে আসবখোকা খুকু বোনভাইমা খাব
আরে দাঁড়া যত সব ঝামেলা বাইরের খাবার খেতে নেই

বারোভাজা  … ঝালমুড়ি কত কি যে শিখাইতে হইব। সাথে লেবু চিইপ্যা দিমুআমি রসিক না হইতে পারি দিদি আমার লেবুর. অনেক রস।
ঝালমুড়ি ঝালমুড়ি সাথে নারকেলপাঁপড়বাদামের ভালবাসার মাখামাখিচাইখ্যা দ্যাখবেন নাকি একটুখানি।

হ্যাঁ দাদা দুটোদিনদিতাসি সবুর. করেন।পাশদিয়ে দিদিমনি গো ব্যাগের ঢাকনিবৃষ্টিতে দামি  মোবাইল ঘড়িচশমা ঢুকাইয়া রাখতে  পারবেন ছাতার সার্টিন কাপড়ে  তৈরী।
হঠাৎ চিৎকার গেল গেল হায় হায় রবলোকজন ছুটোছুটি সাংঘাতিক. দৃশ্য ইস্ সামনে  একজন মাথা কাটা অবস্থায় পড়ে আছেসব শেষযন্রনাহীন দেহটা কাঁপছেহায়হায়যার যায় তার যায়উ ফফ কি সাংঘাতিক

সব সামলে যে আবার ট্রেন চলতে শুরু করল…  আবার রব হয়ে গেলহয়ে গেলমা বোনেরা সামনে এগিয়ে এসোসবার আড়ালেই জন্মনিল এক প্রস্ফুটিত গোলাপনাম দিল সব " পূনর্নবা"
নয়মাস সন্তান সম্ভবা মা উঠেছিল ট্রেনেকোলে তুলে নিল পরম লালিত্যেঅপত্য স্নেহেমুখে পৃথিবী জয়ের চিহ্ন

ট্রেন আবার চলতে শুরু করলআপন গতিতেনিজের গন্তব্যেরেখে  গেল কিছু  স্মৃতি তাঁর গতিপথের অস্থায়ী ঠিকানায় !!!



Image Courtesy :Google Image












No comments:

Post a Comment

Please put your comment here about this post

Main Menu Bar



অলীকপাতার শারদ সংখ্যা ১৪২৯ প্রকাশিত, পড়তে ক্লিক করুন "Current Issue" ট্যাব টিতে , সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা

Signature Video



অলীকপাতার সংখ্যা পড়ার জন্য ক্লিক করুন 'Current Issue' Tab এ, পুরাতন সংখ্যা পড়ার জন্য 'লাইব্রেরী' ট্যাব ক্লিক করুন। লেখা পাঠান aleekpata@gmail.com এই ঠিকানায়, অকারণেও প্রশ্ন করতে পারেন responsealeekpata@gmail.com এই ঠিকানায় অথবা আমাদের ফেসবুক গ্রুপে।

অলীক পাতায় লেখা পাঠান