মন তামামী ( দ্বৈত কবিতা)
(১) মন ভ্রমর
Image Courtesy: Pinterest |
আমি আটপৌরে
বাঁচতে ভালবাসি,
গোলাপ পাপড়ি
ঠোঁটে ঘষে নিয়ে-
মোহময়ী হয়ে
হাসি।
কাজল কালো
নয়নের টানে
বাঁধে সুর
শ্যামের বাঁশি;
বুনো ফুলের
গন্ধে পাগল
ভ্রমর ছুঁতে
আসে- ওকে
আমি প্রশ্রয়
দিয়ে আসি।
(২)ভ্রমর মন
Image Courtesy: Google Image |
দ্যাখো, আজ আমি
এসেছি,
দৃঢ় বাহুবন্ধন-
আজ ভালো বেসেছি;
আবীর রঙা মেঘে
সদ্যোস্নাত
স্নিগ্ধ।
হারিয়ে ফেলেছ
তুমি-
আজ মোহমুগ্ধ।
এলোচুলে ফুল
তুমি
গেঁথে দিলে
দুপুরে
তোমার পরশে সুর
রুনুঝুনু নুপুরে
নিশ্চুপ চোখে
চোখ-
হাতে হাত রাখলে,
সবুজের
গালিচাতে
মনে মন বাঁধলে।
হৃদয়ের সেতারে
সুর
বাজে শোন কি
মধুর
তোমার পৌরুষে,
নারী আজ চূর-
নেশাতুর...............
No comments:
Post a Comment
Please put your comment here about this post