অলীক পাতার অন্যান্য সংখ্যা- পড়তে হলে ক্লিক করুন Library ট্যাব টি



। । "অলীক পাতা শারদ সংখ্যা ১৪৩১ আসছে এই মহালয়াতে। । লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ ই আগস্ট রাত ১২ টা ।.."বিশদে জানতে ক্লিক করুন " Notice Board ট্যাব টিতে"

Wednesday, March 14, 2018

কবিতা-জিতেন্দ্রনাথ গিরি





ফাগুন



Image Courtesy : Google Images


দিগন্তরাগ স্বপ্ন ছড়ায়
     
রোদ্দুর রঙ ঢালে ।
ধূসর মাটি পাগল সাজে
     
মাঠের আলে-আলে ।
নীল আকাশের নীলের দোলে,
কৃষ্ণচূড়ার ডালে-ডালে,
ফাগুন যেন যৌবন রাখে
     
নাচের তালে-তালে ।
আজ ফাগুনের হোক অভিষেক
     
তিলক দিয়ে ভালে ।
সুর সমীরণ ছন্দে গেঁথে
     
সাজায় নবীন গীতে ।
কচি-কাঁচার প্রাণখানিরে
     
চায় সে নিতেজিতে ।  

শাখায়-শাখায় সুমন লাজে
মৃগ-নয়ণী আজকে সাজে,
অলক্তরাগ অগ্নিবাণে
     
ভুলায় সকল কাজে ।
আয় রে সবাই, ফাগুন এলো
     
সাজাই নবীন সাজে ।
ফাগুন এলো সঙ্গে নিয়ে
     
কৃষ্ণচূড়ার ভোর ।
ডাক দিয়ে সে রঙি দিনের
     খুললো সবার দোর ।
বর্ণে-বর্ণে ফুল ফুটিয়ে,
আলোয় আবেশ খুব লুটিয়ে,
শাল-সেগুনের বন মাতিয়ে
     
করতে এলো বিভোর ।
মন কাড়ে সে এক পলকে
   
সাজিয়ে রঙি ভোর ।
ওরে ফাগুন, থাকিস কোথায়
     
কোন্ সে গোপন ঘরে ।
রঙগুলো সব কোথায় লুকোস্
     
কলসী ভরে-ভরে ।                          
শীতের শেষেই আসা যাওয়া,
ক্ষণিক তরেই শুধু পাওয়া,
সবুজ বনের ফুলের চাদর
     
সাজাস কোন্ আদরে ।
মাদলে তোর কোন সে জাদু,
     
মাতাল করিস ওরে ।
কোকিল যে তোর আসার খবর
     
মধুর কূহু-তানে ।
ছড়িয়ে বেড়ায় বকুল বনে
     
প্রাণের গানে-গানে ।
মঞ্জরি পায় নবীন শ্বাস,
আলোয়-মিটে মনের উদাস,
ঘাসের চাটাই নবীন সাজে
     
ধূসর মাটির প্রাণে ।
ঢেলে সাজা, রঙ সব তোর
     
সুমনে, সৌরভে ।
সাগর লিখে নামটি যে তোর
   
তরঙ্গে দেয় মেখে ।
দেশ বিদেশে সে সব  কথা
   
কত যে লোক লেখে ।
মিঠে শীতের মলয়-পরশ
বিলায় নেচে প্রাণের হরষ,
ফুলের বুকে বাঁধিস যে ঘর
     
যাস না কেন রেখে ।
মিটাস কেন সব কিছু তোর
     
গ্রীষ্ম দিয়ে ঢেকে ।











No comments:

Post a Comment

Please put your comment here about this post

Main Menu Bar



অলীকপাতার শারদ সংখ্যা ১৪২৯ প্রকাশিত, পড়তে ক্লিক করুন "Current Issue" ট্যাব টিতে , সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা

Signature Video



অলীকপাতার সংখ্যা পড়ার জন্য ক্লিক করুন 'Current Issue' Tab এ, পুরাতন সংখ্যা পড়ার জন্য 'লাইব্রেরী' ট্যাব ক্লিক করুন। লেখা পাঠান aleekpata@gmail.com এই ঠিকানায়, অকারণেও প্রশ্ন করতে পারেন responsealeekpata@gmail.com এই ঠিকানায় অথবা আমাদের ফেসবুক গ্রুপে।

অলীক পাতায় লেখা পাঠান