কোনো এক ভোরে আবার আসবো
পারলে অপেক্ষা করে থেকো
হয়তো, তোমার
ঘুম ভাঙাবো!
দরজার কড়া নেড়ে বলবো,বামি
ওঠো
তুমি আলতো করে আবছা চোখের
পাতা
বিরক্তিতে ঘুমকে আপন করো
চু
(কিছুক্ষণ)
প
আবার ডাকবো, বামি
চোখের পাতা খোলো
আমি দাঁড়িয়ে তোমার দ্বারে।
বামি ভোর হয়েছে দেখো,
তুমি কথা দিয়েছিলে তারে।
তুমি উঠবে এবার জেগে, ঘরে
সিদ্ধিদাতা গণেশ
মেটাবে হাত তুলে আলসেমি
আমি চুপটি করে থামি।
কে? কে
তুমি?
আগে দরজা খোলো--
আজ রঙ এনেছি আমি,রঙিন
রাঙা সবুজ,
আহা দরজা খোলো বামি-
তুমি আজও দেখি অবুঝ!!
No comments:
Post a Comment
Please put your comment here about this post