আজ শুনেছি কামিণী ফুলের
হঠাৎ পিঁপিপ,
প্রেমের কাছে আঘাত পাওয়া
হয়তো নরম,
আজ যখনই পলাশ হাসে রমরমিয়ে,
বসন্তটা,আজকে
কেমন গরম গরম,
কবিতার সাথে সহবাসে,ভুল
দেখিনি,
চারিদিকে যত বানান ভুলের
ভরসা শীতও,
ফ্যানের হাওয়া শনশনিয়ে
কাশছে বায়ু,
সে
বসন্তে কোকিলটি রোজ সন্ধ্যা দিতো।
আজ যখনই রঙ মাখাতে ইচ্ছে
সবার,
আবীর তখন বুক বেঁকিয়ে
মাখছে পলাশ,
গাছের কোটর রক্তে রাঙা
বসন্ত আজ,
দিচ্ছে কঠিন,ঝড়ের
এক প্রবল আভাস।
বসন্তে তো নাচতে জানে রবির
ভূমি,
সব আবীরে আবীর খেলে উত্তরায়ন,
হলুদ শাড়ির পাড়ে দেখো
রক্ত আঁকা,
সত্যি কথা রটায় শুধু এই
নিকেতন।
No comments:
Post a Comment
Please put your comment here about this post