এখন যখন তোমার সাথে আমার
রাস্তায় দেখা হয়,
তখন তুমি সেদিনের মতো আর
মিচকি হাসো না,
এখন কেমন যেন একটা মনে হয়,
মনে হয় তোমাকে আমি চিনতামই
না,
অথচ তুমি আমার কবিতার
খাতায় অনেকক্ষন,
তোমার অনুমতি ছাড়াই
ভালবাসার
সন্ধানে আমি,
প্রেমিক হবার আশায় তো আর
কখনও ছুটিনি,
তাই একটু ছুটছি,
প্রচন্ড শীতের সকালবেলায়
তুমি কী জড়িয়ে ধরনি আমার চাদরকে!,তুমি কী দেখনি!
আশ্রম মাঠের পাশ দিয়ে আঙুল
ধরে দুজন কে হাঁটতে,
আমি কি দেখিনি,দুপুর
রোদে ঘুড়িদের ওড়াওড়ি,
চুম্বনে আবদ্ধ যুগলের পাশে
তোমার আমার দুরত্ব,
সত্যিই কী তাহলে আমি ভুলে
গেছি সব,
আকাশে কিউমুলোনিম্বাস মেঘের
মতো কয়েকজন,
তোমার আমার ঘুড়ি ওড়ানোর
আকাশে বাধা হয়ে দাঁড়িয়েছে,অবশ্য এতে দুঃখ হয় না,
বরং
খিলখিল করে হাসতে ইচ্ছে করে আমার,
আজকাল কেন জানিনা,বড্ড
নির্লজ্জের মতো,
তোমাকে
ধরতে নয়,ধরা
দিতে ইচ্ছে করে।
No comments:
Post a Comment
Please put your comment here about this post