রচনাকাল-০৫/০১/২০১৮(প্রভাত
কালে)
"আল্গোন্দী ছন্দ"(এই ছন্দের জন্ম আজই এই কবিতাটির
হাত ধরে, বিশেষত্ব- কবিতাটি পাঁচটি স্তবকে সীমাবদ্ধ, প্রতি স্তবকে চারটি করে লাইন থাকবে, কবিতাটির প্রতি স্তবকের প্রথম ও তৃতীয় লাইন, বর্ণ ও যুক্তবর্ণ মিলিয়ে১৮ টি বর্ণে আর দ্বিতীয় ও চতুর্থ লাইন, বর্ণ ও যুক্তবর্ণ মিলিয়ে ১৬ টি বর্ণে গঠিত। আর প্ৰতি
স্তবকে বর্ণনার বিষয়
আলাদা আলাদা, কিন্তু
সমস্ত কবিতার বিষয় এক ।)
আলতা রাঙা স্মৃতির পাতা
উলটে বিষম সুখে,
নয়ন পরে' পলক ফেলি কোমল
আবেশে।
পাঁজর খাঁচার খিলান তুলে
মুক্ত হৃদয় পাখি,
মেলল ডানা আকাশ বুকে
কল্পেতে একাকী ।
জোছনা চাঁদ বিকায় শরীর
কোদাল কাটা মেঘে,
নিঝুম রাতে ঝিঁ ঝিঁ পোকার
শক্ত পাহারাতে।
গগন হতে ঝরায় শিশির বিকুলি
পৌষ মনি,
রজনী আজ স্নিগ্ধ সরস বসন্ত
ফাল্গুনী ।
মনটা উড়ে গহন স্রোতে উজান
স্মৃতির টানে,
শিকড় ছেঁড়ায় ভালোবাসা
আকূলী পরানে ।
কানের কুহর ভরায়ে আছি
নিষ্প্রান হেডফোনে ,
আমাদেরি প্রেমের কথা বলছে
গানে গানে ।
গহন রাতে লেপের বুকে ঘুমায়
পরাণ পাখি,
মোর হতে হাতেক দূরে নন্দিনী
আলগিরী ।
মননয়ন দেখছে স্বপন তুমি
ঘুমন্ত ঘরে ,
পরশ বিহীন ভালোবাসা সুখি
অন্তরালে ।
আমার মনে অতীত পাতায় নুতন
কাব্য লেখা ,
প্রানদে ,তালহীন স্রোতে ,আজ যে বড়ো একা ।
ভালোবাসা কেবলই আশা ঠুনকো
ফুলেরদানি-
বাদলা আঁখি আশার সুখে
দিচ্ছে হাতছানি ।
No comments:
Post a Comment
Please put your comment here about this post