সেদিন ছিল আগুন রাঙ্গা
বসন্ত বিকেল,
তুমি আর আমি বসে আছি
পাশাপাশি,
শিমূল ফুলের তখন ভরা
যৌবনের ডাক,
পলাশের দুচোখে ঠোঁটে
ভালোবাসা অনুরাগের আগুন।
তুমি আমার চিবুক ধরে',
মুখখানি
তুলে নিয়ে হাতে ফিসফিস করে-
কানের কাছে মুখ এনে বললে,,
আমি তোমায় ভালোবাসি
ভালোবাসি ভীষন
ভালবাসি… "শিমূল"আমার
নাম দিলে।
আমার শরীরে তখন ঠান্ডা
ভাললাগা হিমেলস্রোত… কোনো
রকমে বললাম-
তুমি তবে আমার আগুন রাঙ্গা
পলাশ…
আমরা তখন ভরা বসন্তের ভরপুর
প্রেমের,
শিমূল_পলাশ!!!
আজ এতদিন চলার পথে,এদিন
নিয়ে গেছে-
সেদিনের কাছে-পড়ছে
মনে-
তোমার শরীর তখন দামাল করা
বাঁধনছেঁড়া বছর তেইশের আগুন পাখি,
আর আমি সেই ষোড়শী কিংবা
অষ্টাদশী লাজুক লাজুক যুবতি-সেই আগুনে পুড়ে মরি।
মাঝে অনেএএএএএক টা তফাৎ-
সময়ের উঠোন জুড়ে ছড়িয়ে
পড়েছে,
শিমূল পাপড়ি ঝরা পলাশরাঙা
স্বপ্নতরী দিন,
পড়ন্ত বিকেলে পাশাপাশি বসে,
আমাদের পাড়ি দিতে হবে আরো
আরো
শতশত আলোকবর্ষের পথ…
তুমি আর আমি…পাশাপাশি…
অনেক স্বপ্ন দুচোখে আঁকা।
No comments:
Post a Comment
Please put your comment here about this post