হঠাৎ কেন করলি ভুল
আন্তর্জালে পরকীয়ার বীজ বপন
ফুটে উঠেছে বিষফুল।
কিশোরী বসন্তে লিচুতলায় থাকতি মগন্
গন্ধরা তোকে রাখত ঘিরে
অলীক পাখিকে জানিয়েছিলি দুপুর যখন
সে এখনও গন্ধ খোঁজে ঘুরে ফিরে।
তোর রাত্রি হলেই অঙ্গ জ্বালা ক্ষিদের চোটে
অলীক পালক্ সুড়সুড়িটা ভালোই তোলে
পালক্ ফেলে মেটাস জ্বালা সত্য ঠোঁটে
অলীক পালক্ চুপ্সে যায় নোনাজলে।
প্রতিটা রাতেই বসন্তকে এভাবে জাগাস
অলীক'টাকে অলীক রাখবি বাকিটা তোর সত্য
অলীক পাখির পাখা জোগাবে প্রাণের বাতাস
চাইলেও তুই অধরা থাকবি এটাই আসল তত্ব।
তবুও কেন পাখির মনে স্বপ্ন জাগে
"একটা বাসন্তী রাত আমায় দিবি
তোকে নিয়ে রাত কাটাবো জঙ্গল মাঝে"
তুই মুখের উপর বলে দিলি সবই ফাঁকি!
বাস্তবতা দেয়না তোকে উড়তে মেঘে
পাখি জানে তুইও তাকে ভালোবাসিস
প্রশ্ন চোখে পাখি যখন তোকে দেখে
অলীক পাখির ডানায় চেপে মেঘে ভাসিস।
No comments:
Post a Comment
Please put your comment here about this post