বসন্ত বরণ
কোকিলের কুহু তানে বসন্ত বরণ
রাঙ্গা পলাশ দিচ্ছে ডাক
সাথে নিয়ে মন্দার শিমুলকে
চারদিক বসন্ত বসন্ত…..
ফাগের নেশায় মাতাল হাওয়ারাঙ্গা পলাশ দিচ্ছে ডাক
সাথে নিয়ে মন্দার শিমুলকে
চারদিক বসন্ত বসন্ত…..
শন শন বাতাস উড়িয়ে ধূলো
বসন্ত দুপুর হয়েছে
আবীর রাঙ্গা তপ্ত খরখরে
চারদিক ঝরাপাতাদের স্তুপ
নেড়া গাছগুলো চেয়ে রয়
আসন্ন বর্ষায় সিক্ত হবে বলে
আবার নব পল্লবে সুসজ্জিত
হবে আশায়
কচি পাতারা বাতাসে মাথা
দোলাবে
নুতনের বার্তা ছড়িয়ে দেবে চারদিকে
শুস্ক মাটির সোঁদা গন্ধে আকাশ বাতাস মুখরিত হবে
বসন্ত আসবে নিয়মমাফিক
মন হবে বাসন্তীক
প্রেমের জোয়ারে ভাসবে তারুন্য
বসন্তের মিলন উৎসবে এ ধরণী হোক বাসন্তীক….।
No comments:
Post a Comment
Please put your comment here about this post