এমন তো কথা ছিলো না।
চৈত্রের বসন্তের সন্ধ্যায় ঘরে একাকী বন্দী থাকবো।
জঘন্য শব্দ চয়নে ভাষার প্রাসাদ গড়ে
একাকী গড়বো আর ভাঙ্গবো
আমার সাধের কবিতা।
আর আদিম মানবিকতায় বস্ত্রহীন হয়ে
উপভোগ করবো কামনার স্বাদ।
কিম্বা বিবেককে ঘুম পাড়িয়ে
ছিনিয়ে নেবো অপরের মুখের গ্রাস।
অথবা ছুটে যাবো নিশীথ রাতে
চোরের মতো অপরাধী হয়ে
দেবতার কাছে।
চেয়ে নেবো জীবনের বিনিময়ে
মরনের সুখ।
চৈত্রের বসন্তের সন্ধ্যায় ঘরে একাকী বন্দী থাকবো।
জঘন্য শব্দ চয়নে ভাষার প্রাসাদ গড়ে
একাকী গড়বো আর ভাঙ্গবো
আমার সাধের কবিতা।
আর আদিম মানবিকতায় বস্ত্রহীন হয়ে
উপভোগ করবো কামনার স্বাদ।
কিম্বা বিবেককে ঘুম পাড়িয়ে
ছিনিয়ে নেবো অপরের মুখের গ্রাস।
অথবা ছুটে যাবো নিশীথ রাতে
চোরের মতো অপরাধী হয়ে
দেবতার কাছে।
চেয়ে নেবো জীবনের বিনিময়ে
মরনের সুখ।
এমন তো কথা ছিল না।
No comments:
Post a Comment
Please put your comment here about this post