কৃষ্ণচূড়া, শিমুল,পলাশ, কিংশুকে,
ভরলো ভূবন লাল আবেশে
কোন সুখে!
মূখর কোকিল মত্ত সুরের মূর্ছনায়-
আবীর-রাঙা দিগন্তে মন
হারিয়ে যায় ।
রুক্ষ শীতের ভ্রুকুটি টা
সরিয়ে দিয়ে,
ফাগের রাগের উন্মাদনায়
আজ প্রকৃতি,
ঝলমলিয়ে উঠলো মেতে
রঙের নেশায়।
রঙিন ফাগুন আজকে সবার
হৃদয় রাঙায় -
No comments:
Post a Comment
Please put your comment here about this post