নতুন ধারা গল্প
অলক ফিরে এসেছে দেশে তার বাড়িতে,বাড়ি না
ফ্ল্যাট। তার তো বাড়ি ছিল না, ভাড়া বাড়িতে থাকত। একটা দোতলা বাড়ির একতলার একটা ঘুপচি
ঘর। বাবা সাধারন একটা কাজ করতেন। অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছেন অলককে। তাই স্কলারশিপ পেয়ে অলক যখন বিদেশে পড়তে যাবার সুযোগ পেল,ধার দেনা
করে বাবাই পাঠালেন বিদেশে পড়তে।
দামী ফ্ল্যাটটা সাজাতে সাজাতে অলক ভাবতে থাকে।
এখানে বাবাকে কেউ দেখার নেই। তাই
তাঁকে রেখে এল এক বৃদ্ধাশ্রমে।ছোট বেলার কথা মনে পড়ে
অলকের। মা নেই বাবাই টিফিন গুছিয়ে দিতেন। জামা কাপড় পরিয়ে দিতেন, পড়তেও
বসাতেন।একদিন অলকের খুব জ্বর এল। সারা দিন সারা রাত অলকের মাথার কাছে বসে সেবা
করলেন বাবা। দুষ্টুমি করে বাবার জুতো লুকিয়ে রাখত অলক। মনে পড়ে মুচকি হাসল অলক রায়।
আজ সে প্রতিষ্ঠিত। বাবাকে নিয়ে আসবে নিজের কাছে ।উচ্চ মাইনের চাকরি নিয়ে দেশে
ফিরেছে অলক। ক'দিন পরেই তো নতুন বছর পড়বে। নতুন বছরের গোড়াতেই বাবাকে আনবে সে।
|
(ক'দিন পর)
নতুন বছরের প্রথম দিনেই বাবার কাছে গেল অলক।
"বাবা তোমার ছেলে তোমাকে নিতে এসেছে বাবা, বাড়ি চল"।বাবার দুহাত চেপে ধরল ছেলে। বাবা
সুমন্ত রায়ের দুচোখে জল। ছেলেকে দুহাতে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলেন "আমায় নিয়ে
যাবি খোকা?
"
অলক উত্তর দিল "হ্যাঁ বাবা ,তুমি ছাড়া
আমার বাড়ি অসম্পূর্ণ। চল বাবা, নতুন বছরে নতুন করে শুরু করি আমাদের জীবন ধারা।"
Bah, very nice. Koto alpo kothai koto gobhir bhalobashar golpo.
ReplyDelete