কবিতা- দেবশ্রী চক্রবর্তী
নৈঃশাব্দিক
|
Image Courtesy: Google
সবাই যখন চলে গিয়েছিল,
ধীর পায়ে আমি এসেছি;
আবছা তুমি, তোমাকে যেন
আঁধারে মিশতে দেখেছি।
হাত উঠেছিল, ডাকতে তোমায়,
না বলা কথা বলতে...
কখন সময় থমকে গিয়েছে,
উঁচু, নিচু পথ চলতে।
বাতাসের গতি কখনও বেড়েছে
কখনও হঠাৎ স্তব্ধ!
মন খুঁজে চলে , এবার বুঝি-
তোমার পায়ের শব্দ।
হৃদস্পন্দন আগের মতোই
শুধু পথ চলা বন্ধ.............
|
Apurbo hoyeche. Recitation tao shunechilam
ReplyDelete