অন্বেষণ
Image Courtesy: Google |
মায়াঝরা পৃথিবীতে কিছু সুখি আশা
গন্ধহীন পলাশ হয়ে ফুটে রয় সাজানো
বাগান হতে দূরে বহু দূরে।
রাখেনা খবর তার।
কিছু চেনা পাখি
লম্বা চঞ্চু দিয়ে শুষে নিয়ে যায় তার মধু ।
খবর পেলে ভ্রমরেরা আসে-
আর দিয়ে যায়..
কিছু সান্ত্বনাসম আবেগ কথা ।
হৃদয়ের নীলাচলে বিলীন হয় ।
ঝরে পড়ে গাছেদের অল্প নাচের তালে
লাগেনা কালবৈষাখীর ঝড় |
লাগেনা হাড় হিম করা বসন্তের বৃষ্টি
No comments:
Post a Comment
Please put your comment here about this post